Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৫০, ১২ জুন ২০২৫

আপডেট: ০৯:১৮, ১২ জুন ২০২৫

লন্ডনে অধ্যাপক ইউনূস

আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত, নিষিদ্ধ নয়

আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত, নিষিদ্ধ নয়
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তবে দেশের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে দলটির কার্যক্রম নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত থাকবে।

বুধবার লন্ডনের প্রখ্যাত পররাষ্ট্রনীতিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস-এ এক আলোচনা সভায় অংশ নিয়ে অধ্যাপক ইউনূস এ মন্তব্য করেন। প্রতিষ্ঠানটির পরিচালক ব্রনওয়ে ম্যাডক্সের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনায় তিনি অন্তর্বর্তী সরকারের তিন মূল দায়িত্ব—সংস্কার, বিচার ও নির্বাচন—সংক্রান্ত পরিকল্পনা তুলে ধরেন।

আলোচনায় এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। তবে তারা রাস্তায় তরুণদের হত্যা, গুম ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে—এটা নিয়ে রাজনৈতিক দল হিসেবে তাদের বৈধতা নিয়ে বিতর্ক রয়েছে। আমরা বিচার শেষ না হওয়া পর্যন্ত শুধু তাদের কার্যক্রম স্থগিত করেছি, এটুকুই।

তিনি জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর সাধারণ মানুষের মধ্যে ‘মুক্তির অনুভব’ তৈরি হয়েছিলো। কিন্তু দলটি বিদেশে থেকেও সহিংসতা ও উসকানি দিয়ে যাচ্ছে। এ কারণে এখনও জাতির নিরাপত্তা হুমকির মুখে রয়েছে।

চ্যাথাম হাউসের আলোচনায় শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিক আশ্রয় দেয়ার প্রসঙ্গ উঠলে অধ্যাপক ইউনূস বলেন, বিষয়টি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার আলোচনা হয়েছে। তিনি জানান, আমি বলেছিলাম, আপনি তাকে আশ্রয় দিতে পারেন, এটা আপনার ব্যাপার। কিন্তু তিনি যেন বিদেশে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ না করেন। মোদি জবাবে বলেন, এটি সোশ্যাল মিডিয়া, আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি না।

আলোচনায় নির্বাচন নিয়ে শঙ্কার বিষয়ে প্রশ্ন উঠলে অধ্যাপক ইউনূস বলেন, আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন। এবার সত্যিকারের ভোট হবে, ১৭ বছর পর মানুষ প্রথমবারের মতো স্বাধীনভাবে ভোট দেয়ার সুযোগ পাবে।

সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, এখন সংবাদমাধ্যমের ওপর কোনো দমন–পীড়ন নেই। এমন স্বাধীনতা তারা আগে কখনও পায়নি।

বিশ্ব সম্প্রদায়ের প্রতিক্রিয়া প্রসঙ্গে অধ্যাপক ইউনূস দাবি করেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, চীন, জাপান, আইএমএফ, ও বিশ্বব্যাংক সবাই অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে। আইএমএফের ডলারের বাজারদর নির্ধারণ সংক্রান্ত শর্ত পূরণের মাধ্যমে সরকারের প্রতিশ্রুতি রক্ষা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার কথাও উল্লেখ করেন তিনি।

দুর্নীতি নিয়ে আলোচনা করতে গিয়ে ইউনূস বলেন, বাংলাদেশে প্রশাসনিক ব্যবস্থার প্রতিটি স্তরে দুর্নীতি ঢুকে পড়েছে। উদাহরণ হিসেবে তিনি পাসপোর্ট ও অন্যান্য নাগরিক সেবা পেতে ঘুষ দেয়ার বাধ্যবাধকতার কথা তুলে ধরেন এবং বলেন, এসব দুর্নীতি দূর করতে ‘বাংলাদেশ সার্ভিস সেন্টার’ চালু করা হয়েছে, যেখানে অনলাইন সেবার মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে।

গণভোটের বিষয়ে প্রশ্নে অধ্যাপক ইউনূস বলেন, আমরা গণভোটের ধারণা শুনেছি, তবে অনেক জটিল বিষয়ের জন্য তা অব্যবহারিক হতে পারে। সব দলের মধ্যে ঐকমত্যই সবচেয়ে কার্যকর সমাধান হবে।

পরবর্তী নির্বাচনে তিনি বা উপদেষ্টা পরিষদের কেউ অংশ নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস সাফ জানিয়ে দেন, একেবারেই না। আমরা কেউ নির্বাচিত সরকারের অংশ হতে চাই না। আমাদের দায়িত্ব কেবল এ রূপান্তর সফলভাবে শেষ করা।

শেষে তিনি বলেন, আমরা শুধু এতটুকু নিশ্চিত করতে চাই, নির্বাচনের পর মানুষ যেন বলে—এ সরকার আমাদের জন্য কাজ করেছে, আমরা একটা ভালো দেশ পেয়েছি।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

আনিস আলমগীরকে ছেড়ে দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও-কঠোর হুঁশিয়ারি জুলাই ঐক্যের
হাদির কিছু হলে সেদিনই সরকারের শেষদিন হবে-কঠোর হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল
জকসু নির্বাচনে ভিপি পদসহ ৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
তফসিল ঘোষণার পর লালমনিরহাট জুড়ে উৎসবের আমেজ
নোয়াখালীতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
ফুলে ভরেছে যশোরের গদখালী, চাষিদের মুখে ফের হাসি
ভারতীয় আগ্রাসন ও আওয়ামী ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে সোমবার রাজধানীতে সর্বদলীয় প্রতিরোধের ডাক
হাদির হামলাকারীদের আশ্রয় দিলে ঢাকায় ভারতীয় দূতাবাস বন্ধ: হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
প্রধান উপদেষ্টাকে ফোন করে জাতিসংঘ মহাসচিবের শোক
বেনাপোল রেলপথে পণ্য আমদানিতে ধস
সিঙ্গাপুরে নেয়া হচ্ছে হাদিকে, প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স
হাদির ওপর গুলি ‘মাথার ওপর বাজ পড়ার মতো’: সিইসি
বিচারের মুখোমুখি দাউদকান্দির সাবেক চেয়ারম্যান সুমন