প্রিয় নেতাকে বরণে প্রস্তুত বিএনপি, ঢাকামুখী জনতার ঢল
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে সারাদেশে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রিয় নেতাকে একনজর দেখতে এবং বরণ করে নিতে এরই মধ্যে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রেন ও লঞ্চযোগে লাখ লাখ মানুষ রাজধানীতে জড়ো হচ্ছেন।