Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২২, ৩ জুন ২০২৫

সমৃদ্ধির পথে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

সমৃদ্ধির পথে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান প্রধান উপদেষ্টার
ফাইল ছবি

দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে জাতীয় ঐকমত্য বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্য কমিশনের সংলাপের সমাপনী বক্তব্যে তিনি বলেন, আসুন আমরা ঐক্য জোরদার করি, যাতে সামনে এগিয়ে যাওয়ার একটি সুস্পষ্ট পথ তৈরি হয়।

ড. ইউনূস বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের এ বৈঠকের মূল লক্ষ্যই হলো ঐক্য সংহত রাখা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলবে যাতে জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ আরও সমৃদ্ধভাবে উপস্থাপন করা যায় এবং কোন কোন বিষয়ে ঐকমত্যে পৌঁছানো গেছে তা দেশবাসী দেখতে পারে।

এর আগে সকালে সংলাপের উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণার উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আশাবাদ প্রকাশ করেন, দলগুলোর মধ্যে দূরত্ব কমিয়ে একটি কার্যকর ও গ্রহণযোগ্য ঘোষণাপত্র তৈরি সম্ভব হবে।

কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ইউনূস জানান, তিনি সন্তুষ্ট যে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি জাতীয় ঐক্যের লক্ষ্যে এ সংলাপে অংশ নিয়েছেন।

কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ বলেন, কমিশনের মেয়াদ ২০২৫ সালের আগস্টে শেষ হচ্ছে। তার আগেই জুলাই মাসে একটি পূর্ণাঙ্গ সনদ ঘোষণার লক্ষ্যে কাজ অব্যাহত রাখা হবে। তিনি বলেন, আমাদের ওপর অর্পিত দায়িত্ব সফলভাবে সম্পন্ন করতে হবে।

সোমবার শুরু হওয়া দ্বিতীয় দফার এ সংলাপে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। এতে রাজনৈতিক দল ও সংস্কার প্রক্রিয়ার বিভিন্ন অংশীদাররা অংশ নেন।

জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচনী প্রক্রিয়া, সরকারি প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিশন সংক্রান্ত পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও চূড়ান্তকরণের জন্য।

প্রথম দফার সংলাপ ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়।

সবার দেশ/কেএম

সর্বশেষ