Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:০১, ৪ জানুয়ারি ২০২৫

৪৩তম বিসিএসের নতুন প্রজ্ঞাপন

বাদ পড়াদের অধিকাংশ হিন্দু দাবি বিভ্রান্তিকর

বাদ পড়াদের অধিকাংশ হিন্দু দাবি বিভ্রান্তিকর
ছবি: সংগৃহীত

৪৩তম বিসিএসের নতুন প্রজ্ঞাপনে বাদ পড়া ১৬৮ জনের অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী, এমন দাবিটি ভারতের গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর, ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার বাংলাদেশ এর সত্যতা অস্বীকার করেছে। 

শনিবার (৪ জানুয়ারি) রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ১৫ অক্টোবর ২০২৪ তারিখে প্রথম প্রকাশিত প্রজ্ঞাপনে ২০৬৪ জন প্রার্থীকে নিয়োগ দেয়া হয়েছিল। তবে ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত নতুন প্রজ্ঞাপনে ১৬৮ জন বাদ পড়েন। বাদ পড়া ২০৯ জনের মধ্যে ১২০ জনই ইসলাম ধর্মাবলম্বী (যা মোট বাদ পড়াদের ৫৭%) এবং নতুন প্রজ্ঞাপনে যোগ হওয়া ৪১ জনের মধ্যে প্রায় ৫ জন হিন্দু বা সংখ্যালঘু। 

এছাড়া, ২২৭ জনের বিরুদ্ধে গোয়েন্দা প্রতিবেদন ও স্বাস্থ্য পরীক্ষার কারণে বাদ পড়া এবং ৪০ জনের স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিতি বিষয়েও মন্ত্রণালয়টি বিশদ ব্যাখ্যা দিয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয় যে, বাদ পড়াদের মধ্যে অধিকাংশই মুসলিম এবং হিন্দুদের সংখ্যা খুবই কম। 

তথ্য অনুযায়ী, ভারতীয় মিডিয়ায় প্রচারিত দাবি বিভ্রান্তিকর এবং রিউমর স্ক্যানারের অনুসন্ধান অনুযায়ী এটি মিথ্যা।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ