Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৯, ৪ সেপ্টেম্বর ২০২৫

অপরাধ দমনে নজিরবিহীন সাফল্য দেখিয়েও রক্ষা পাননি

প্রভাবশালীদের রোষানলে বলি জিএমপি কমশিনার নাজমুল করিম

প্রভাবশালীদের রোষানলে বলি জিএমপি কমশিনার নাজমুল করিম
ফাইল ছবি

অপরাধ দমন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং আলোচিত মামলাগুলোতে নজিরবিহীন সাফল্য দেখিয়েও রক্ষা পাননি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ডিআইজি ড. মো. নাজমুল করিম খান। গত সোমবার (১ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরের এক আদেশে তাকে গাজীপুর থেকে ক্লোজ করে সদর দফতরে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

পুলিশ সদর দফতরের আদেশে বলা হয়, নাজমুল করিমকে দায়িত্ব হস্তান্তর করে ২ সেপ্টেম্বরের মধ্যে সদর দফতরে রিপোর্ট করতে হবে। তবে এ ক্লোজ করার পেছনে একাধিক কারণ রয়েছে বলে পুলিশের একাধিক সূত্র জানিয়েছে।

পুনর্বহাল থেকে ক্লোজড পর্যন্ত যাত্রা

ড. নাজমুল করিম বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। জাপান থেকে কৃষিতে পিএইচডি ডিগ্রি অর্জনকারী এ কর্মকর্তা ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা যায়। কর্মজীবনে তিনি পেশাদার, সৎ ও সাহসী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।

২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে জোরপূর্বক অবসরে পাঠায়। পরে অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের ২৮ আগস্ট তিনি চাকরিতে পুনর্বহাল হন। একই বছরের ১২ নভেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করেন এবং ২০২৫ সালের ১ মে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন।

অপরাধ দমনে কঠোর ভূমিকা

গাজীপুরে দায়িত্ব নেয়ার পর ড. নাজমুল করিম শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন এবং বিভিন্ন আলোচিত ঘটনায় দ্রুত ব্যবস্থা নেন।

  • ছয় মাসে দুই হাজারেরও বেশি ছিনতাইকারী গ্রেফতার
  • অবৈধ ব্যবসা, জুয়া ও মাদক নেটওয়ার্ক ধ্বংসে অভিযান
  • গার্মেন্টস খাতে অস্থিরতা নিয়ন্ত্রণ
  • বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন
  • আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার নয় আসামি তিন দিনের মধ্যে গ্রেফতার
  • ট্রাভেল ব্যাগে লাশের রহস্য উদঘাটন
  • দুর্ধর্ষ ডাকাতচক্র ও হানিট্র্যাপ চক্র গ্রেফতার

এ সাফল্যের পরও তাকে ক্লোজ করার ঘটনায় পুলিশ বাহিনীতে আলোচনা শুরু হয়েছে।

নেপথ্যের কারণ কী?

পুলিশ সদর দফতর জানিয়েছে, ক্লোজের জন্য আনুষ্ঠানিক কারণ দেখানো হলেও এর পেছনে প্রভাবশালী মহলের চাপ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। একাধিক সূত্র বলছে, গাজীপুরের প্রভাবশালী ব্যবসায়ী এবং তিনজন ক্ষমতাশালী ব্যক্তির রোষানলে পড়েছেন নাজমুল করিম। এছাড়া ছাত্রজীবনে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার বিষয়টিও গোপনে আলোচিত হচ্ছে।

আরেকটি ইস্যু হলো আবাসন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠার পর থেকেই কমিশনারদের ঢাকায় বাস করা নিয়মিত ঘটনা। সরকারি বাসা বরাদ্দ না থাকায় কমিশনাররা ঢাকায় পরিবারের সঙ্গে থাকেন। নাজমুল করিমের ক্ষেত্রেও তাই হয়েছে। তবে নয় মাস পর এ বিষয়টি নিয়ে প্রশ্ন তোলার কারণ নিয়েও সন্দেহ দেখা দিয়েছে।

মাঠপর্যায়ে প্রভাব

এ পদক্ষেপে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, নাজমুল করিমের মতো একজন সৎ ও যোগ্য কর্মকর্তাকে ক্লোজ করার ঘটনায় পুলিশের ভেতরে অসন্তোষ বাড়তে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন