Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৬, ৭ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:৫৭, ৭ অক্টোবর ২০২৫

ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি বাংলাদেশ

ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি বাংলাদেশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে— যা দেশের জন্য এক ঐতিহাসিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে নিজের সোশ্যাল মিডিয়া ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি জানান, সভাপতি নির্বাচনে বাংলাদেশ ৩০-২৭ ভোটে জাপানকে পরাজিত করেছে। এ প্রতিদ্বন্দ্বিতায় শুরুতে কোরিয়া ও ভারতও প্রার্থী ছিলো, তবে শেষ পর্যায়ে এসে দুই দেশ তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়।

ফারুকী তার পোস্টে লিখেছেন, 

বাংলাদেশ জিতেছে! ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে আমাদের দেশ। জাপানের বিপক্ষে ৩০-২৭ ভোটে জয়— এটি নিঃসন্দেহে বাংলাদেশের সাংস্কৃতিক কূটনীতির বড় অর্জন।

উল্লেখ্য, আগামী ৩০ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ফ্রান্সের প্যারিসে ইউনেসকোর ৪৩তম সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনের সভাপতির দায়িত্বে থেকে বাংলাদেশ এবার প্রথমবারের মতো এ পর্যায়ের বৈশ্বিক নেতৃত্বে অংশ নিচ্ছে।

কূটনৈতিক সূত্র জানায়, ইউনেসকোতে বাংলাদেশের সক্রিয় ভূমিকা, বিশেষ করে শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণ এবং জলবায়ু অভিযোজন বিষয়ে উদ্যোগগুলো আন্তর্জাতিকভাবে উচ্চ প্রশংসিত হয়েছে— যা এবার সভাপতি নির্বাচনে দেশের অবস্থানকে শক্তিশালী করেছে।

বিশ্লেষকদের মতে, এ নির্বাচনী জয় বাংলাদেশের সাংস্কৃতিক কূটনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং আন্তর্জাতিক পরিসরে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন