প্রস্তুতি শুরু আয়োজকদের
ডা. জাকির নায়েক ঢাকায় আসছেন
বিশ্ববিখ্যাত ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েক প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। আয়োজকদের বরাতে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর তিনি ঢাকায় পৌঁছাবেন এবং একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন।
আয়োজক প্রতিষ্ঠান স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার রাজ জানিয়েছেন, সবকিছু পরিকল্পনামাফিক এগোচ্ছে। তিনি বলেন, ইনশাআল্লাহ সব কিছু ঠিক থাকলে ২৮ নভেম্বর ড. জাকির নায়েক ঢাকায় আসবেন। তিনি তার নিজের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন।
রাজ আরও জানান, প্রাথমিকভাবে রাজধানীর আগারগাঁও এলাকায় অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আগামী ২০ অক্টোবরের পর একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।
আন্তর্জাতিকভাবে বহুল আলোচিত এ ইসলামী বক্তা ভারতের বাইরে মালয়েশিয়ায় অবস্থান করছেন দীর্ঘদিন ধরে। বিভিন্ন দেশে তার বক্তৃতা ও ইসলামি দাওয়াতমূলক কর্মসূচি বিপুল জনপ্রিয়তা পেয়েছে। ঢাকায় তার আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে ইসলামপ্রিয় মানুষের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে।
জানা গেছে, অনুষ্ঠানটিতে দেশি-বিদেশি আলেম, শিক্ষাবিদ ও তরুণ মুসলমানদের ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করছে আয়োজক প্রতিষ্ঠানটি। নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থাপনা নিয়েও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে সূত্র জানিয়েছে।
সবার দেশ/কেএম




























