Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৭, ১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২২:০৭, ১ ডিসেম্বর ২০২৫

থাকছে স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা

খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা

খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আনুষ্ঠানিকভাবে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা Very Important Person (VIP+) হিসেবে ঘোষণা দিয়েছে সরকার। এর ফলে অন্যান্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মতোই তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হবে, পাশাপাশি নিয়োগ দেয়া হবে স্পেশাল সিকিউরিটি ফোর্স (SSF)।

সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক)-এর ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। এ ঘোষণা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে তার নিরাপত্তায় প্রধানমন্ত্রীর মতোই SSF মোতায়েন করা যাবে। এর ফলে তার বাসস্থান, হাসপাতাল, যানবাহন ও চলাচলের ক্ষেত্রে উচ্চমানের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সম্প্রতি বয়সজনিত নানা জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি ও নিবিড় পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা বাড়ায় চিকিৎসক দল তাকে নিবিড়ভাবে মনিটরিং করছে। এমন পরিস্থিতিতে সরকারের এ উচ্চ নিরাপত্তা ঘোষণার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী সর্বজন শ্রদ্ধেয় দেশপ্রেমিক ও লড়াকু এ প্রবীণ নাগরিককে সম্মানিত করা হয়েছে।

বিএনপির নেতৃবৃন্দ বিষয়টিকে ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে দেখছেন। অনেকেই মনে করছেন, খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক ভূমিকা, দেশের শীর্ষ নেতৃত্বে থাকা এবং তার বর্তমান নাজুক শারীরিক অবস্থার কারণে নিরাপত্তা সুরক্ষা জোরদার করা রাষ্ট্রীয় কর্তব্যেরই অংশ। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ সিদ্ধান্ত নির্বাচনের আগে রাজনৈতিক পরিবেশে নতুন মাত্রা যোগ করতে পারে।

দেশের জাতীয় নেতৃত্ব, বিশেষ করে একজন সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার ঘটনায় অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হাদির কিছু হলে সেদিনই সরকারের শেষদিন হবে-কঠোর হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল
জকসু নির্বাচনে ভিপি পদসহ ৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
তফসিল ঘোষণার পর লালমনিরহাট জুড়ে উৎসবের আমেজ
নোয়াখালীতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
ফুলে ভরেছে যশোরের গদখালী, চাষিদের মুখে ফের হাসি
ভারতীয় আগ্রাসন ও আওয়ামী ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে সোমবার রাজধানীতে সর্বদলীয় প্রতিরোধের ডাক
হাদির হামলাকারীদের আশ্রয় দিলে ঢাকায় ভারতীয় দূতাবাস বন্ধ: হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
প্রধান উপদেষ্টাকে ফোন করে জাতিসংঘ মহাসচিবের শোক
বেনাপোল রেলপথে পণ্য আমদানিতে ধস
সিঙ্গাপুরে নেয়া হচ্ছে হাদিকে, প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স
হাদির ওপর গুলি ‘মাথার ওপর বাজ পড়ার মতো’: সিইসি
বিচারের মুখোমুখি দাউদকান্দির সাবেক চেয়ারম্যান সুমন