Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৪, ৯ ডিসেম্বর ২০২৫

নির্বাচনের সময়সীমা নিয়ে কোনও ম্যান্ডেট ছিলো না: সাখাওয়াত হোসেন

নির্বাচনের সময়সীমা নিয়ে কোনও ম্যান্ডেট ছিলো না: সাখাওয়াত হোসেন
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের সময় নির্বাচন আয়োজনের নির্দিষ্ট সময়সীমা নিয়ে কোনো শর্ত বা বাধ্যবাধকতা ছিলো না বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। 

সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বছরের অর্জন ও সাফল্য নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বক্তব্য দেন।

তিনি বলেন, আমরা যখন ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব নেই, তখন কেউ আমাদের ম্যান্ডেট দেয়নি যে এক বছরের মধ্যে, দেড় বছরের মধ্যে বা দুই বছরের মাথায় নির্বাচন দিতে হবে। কেউ বলেনি যে নির্দিষ্ট তারিখের মধ্যে নির্বাচন করতেই হবে। আমরাই বলেছি—নির্বাচন হবে। এখন সে ঘোষণার প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো দৌড়াদৌড়ি শুরু করলে, তাতে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই।

সাখাওয়াত আরও বলেন, যেখানেই গেছি, সব জায়গায় বলেছি—নির্বাচন সময়মতো হবে। দেশের জন্য একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়া জরুরি, কারণ নির্বাচিত সরকার আসা দরকার। বৈশ্বিক গণতান্ত্রিক চর্চার সঙ্গে দেশের অবস্থান সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। গত ১৭-১৮ বছর যেটা দেখিনি, সেটা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, এটাই হবে আমাদের বড় অর্জন।

দীর্ঘ নির্বাচন কমিশনের অভিজ্ঞতা থাকার পরও দেশে নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে কি না—এ প্রশ্নে হাস্যরসের সুরে তিনি বলেন, আমি ভুলে গেছি। নির্বাচন নিয়ে আমার বলার মতো কিছু নেই। আমি নির্বাচন বিষয়ে অজ্ঞ। কোনও আইডিয়া নেই। এটা নির্বাচন কমিশনই বলতে পারবে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি জানতে চাইলে তিনি বলেন, এখন রাজনৈতিক দলগুলো নিজেরাই জানে না, তারা কী করবে, তাদের ভবিষ্যৎ কী। রাজনৈতিক সংকট তখনই বলা যায়, যখন সরকার একদিকে আর দলগুলো অন্যদিকে অবস্থান নেয়। এখন তারা নিজেরাই দিকনির্দেশনা খুঁজে পাচ্ছে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হাদির কিছু হলে সেদিনই সরকারের শেষদিন হবে-কঠোর হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল
জকসু নির্বাচনে ভিপি পদসহ ৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
তফসিল ঘোষণার পর লালমনিরহাট জুড়ে উৎসবের আমেজ
নোয়াখালীতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
ফুলে ভরেছে যশোরের গদখালী, চাষিদের মুখে ফের হাসি
ভারতীয় আগ্রাসন ও আওয়ামী ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে সোমবার রাজধানীতে সর্বদলীয় প্রতিরোধের ডাক
হাদির হামলাকারীদের আশ্রয় দিলে ঢাকায় ভারতীয় দূতাবাস বন্ধ: হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
প্রধান উপদেষ্টাকে ফোন করে জাতিসংঘ মহাসচিবের শোক
বেনাপোল রেলপথে পণ্য আমদানিতে ধস
সিঙ্গাপুরে নেয়া হচ্ছে হাদিকে, প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স
হাদির ওপর গুলি ‘মাথার ওপর বাজ পড়ার মতো’: সিইসি
বিচারের মুখোমুখি দাউদকান্দির সাবেক চেয়ারম্যান সুমন