Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৮, ২০ ডিসেম্বর ২০২৫

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে আংশিক সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় সূত্র এ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। 

সংশোধিত সূচিতে মূলত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের আপিল দায়ের ও তা নিষ্পত্তির সময়সীমায় পরিবর্তন আনা হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, আগের তফসিলে রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য প্রার্থীদের হাতে সময় ছিলো ৫ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত। সংশোধিত তফশিলে এ সময় দুদিন কমিয়ে ৫ থেকে ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রার্থীরা এখন আপিল করার জন্য পাঁচ দিন সময় পাবেন।

অন্যদিকে, আপিল নিষ্পত্তির সময়সীমা দুদিন বাড়ানো হয়েছে। পূর্বনির্ধারিত ১২ থেকে ১৮ জানুয়ারির পরিবর্তে এখন ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে। কমিশন মনে করছে, আপিল দাখিলের সময় কিছুটা কমিয়ে নিষ্পত্তির সময় বাড়ালে বিচারিক প্রক্রিয়া আরও নিখুঁতভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

তফশিলের অন্যান্য গুরুত্বপূর্ণ তারিখগুলো অপরিবর্তিত রয়েছে। নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের হাতে মনোনয়নপত্র দাখিলের জন্য আর মাত্র ১০ দিন সময় রয়েছে। ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে দেয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন। গত ১৮ ডিসেম্বর তফশিল সংক্রান্ত মূল প্রজ্ঞাপনে এ সংশোধনীগুলো যুক্ত করে নতুন নির্দেশনা জারি করেছে কমিশন। নির্ধারিত সময়ে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে কমিশন এখন মাঠ পর্যায়ের প্রস্তুতি গুছিয়ে আনছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হাদির খুনিদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মার্কা যা-ই হোক, নির্বাচন করবো: রুমিন ফারহানা
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন
হাদি তোমাকে বিদায় দিতে আসিনি, ওয়াদা করতে এসেছি: প্রধান উপদেষ্টা
৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা রোববার
শহীদ হাদির এপিটাফে যা লেখা আছে
এক হাদির জানাজায় লাখো হাদির উপস্থিতি
হাদির কবরে মাটি দিয়েই কান্নায় ভেঙে পড়লেন হাসনাত
জাতীয় কবির পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ ওসমান হাদি
পাকিস্তানে সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা, নিহত ৯
লন্ডন থেকে ফিরেই হাদিকে মর্গে দেখতে গেলেন জামায়াত আমির
ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ড শাহীন চেয়ারম্যান
পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে আ’লীগ নেতার মৃত্যু
লন্ডনের পথে জুবাইদা রহমান, ফিরবেন তারেক রহমানসহ
শেখ হাসিনাকে আশ্রয় দেয়া ভারতের মানবিক ঐতিহ্যের অংশ
ইলিয়াসের ২২ লাখ ফলোয়ারের ফেসবুক পেজ সরিয়ে নিলো মেটা