Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২১, ২২ ডিসেম্বর ২০২৫

বিশ্বজয়ের উল্লাস

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে স্বর্ণপদক জয় বাংলাদেশের

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে স্বর্ণপদক জয় বাংলাদেশের
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহরে অনুষ্ঠিত ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে (আইআরও) অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ দল। বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী খুদে বিজ্ঞানীদের হারিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা ১টি স্বর্ণ, ৬টি ব্রোঞ্জ এবং ৪টি টেকনিক্যাল পদকসহ মোট ১১টি পদক জয় করেছে। 

গত ১৭ থেকে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে গতকাল রোববার বিজয়ীদের হাতে পদক তুলে দেয়া হয়।

এবারের আসরে বাংলাদেশের হয়ে একমাত্র স্বর্ণপদকটি জয় করেছেন আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ আল টিটু। তিনি ক্রিয়েটিভ ক্যাটাগরির সিনিয়র গ্রুপে এ গৌরব অর্জন করেন। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক জিতেছেন নুসাইবা তাজরিন তানিশা, জুবাইদাহ জাফরিন, রিদোয়ান রাব্বানী, খোন্দকার মুশফিকুল ইসলাম ও প্রিয়ন্তী দাস। অন্যদিকে টেকনিক্যাল পদক অর্জন করেছেন মোহাম্মদ জারিফ বিন সালেক, নাফিয়া বাসার সুহানী ও জাইমা যাহিন ওয়ারা।

বাংলাদেশ দলের এ দুর্দান্ত সাফল্যে অভিনন্দন জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। তারা বলেন, এ জয় বাংলাদেশের রোবোটিক্স এবং প্রযুক্তিগত উদ্ভাবনের সক্ষমতাকে বিশ্বদরবারে নতুন করে প্রতিষ্ঠিত করেছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং অধিদফতরের পৃষ্ঠপোষকতায় এবারের অলিম্পিয়াডে বাংলাদেশের ১০ সদস্যের একটি দল অংশ নিয়েছিলো। ২০১৮ সাল থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ শুরু করার পর বিগত আট বছরে বাংলাদেশ দল মোট ১৫টি স্বর্ণপদকসহ ৯৪টি পদক জয়ের কৃতিত্ব দেখিয়েছে। মূলত কয়েক ধাপের জাতীয় পর্যায়ের বাছাই এবং কঠোর প্রশিক্ষণ ক্যাম্পের মাধ্যমে যোগ্য প্রতিযোগীদের আন্তর্জাতিক এ মঞ্চের জন্য নির্বাচন করা হয়। তরুণ প্রজন্মের এ উদ্ভাবনী মেধা ডিজিটাল বাংলাদেশ নির্মাণের পথকে আরও প্রশস্ত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি