Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩১, ১৪ জানুয়ারি ২০২৬

কঠোর বিধিনিষেধ জারি পিএসসির

৫০তম বিসিএস প্রিলিমিনারি ৩০ জানুয়ারি

৫০তম বিসিএস প্রিলিমিনারি ৩০ জানুয়ারি
ছবি: সংগৃহীত

৫০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা মহানগরীসহ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে এ পরীক্ষা নেয়া হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে জারি করা পৃথক দুটি বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচির পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া হয়েছে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে এবং দৈবচয়ন পদ্ধতিতে আসন বিন্যাস করায় পরীক্ষার্থীদের আসন খুঁজে পেতে কিছুটা সময় লাগতে পারে। এ কারণে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে, অর্থাৎ সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে সব পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনও পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না। বিষয়টি প্রবেশপত্র এবং পরীক্ষা পরিচালনাসংক্রান্ত নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে পিএসসি। পরীক্ষার হলে সব ধরনের ঘড়ি (অ্যানালগ ও ডিজিটাল), মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস, বই-পুস্তক, ক্যালকুলেটর, ব্যাংক বা ক্রেডিট কার্ডসদৃশ কোনও ডিভাইস, গহনা, ব্রেসলেট, ব্যাগ ও মানিব্যাগ বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

পিএসসি জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রের প্রবেশপথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র যাচাই এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করে পরীক্ষার্থীদের হলে ঢুকতে দেয়া হবে। পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কান খোলা রাখতে হবে এবং কানের ওপর কোনও আবরণ ব্যবহার করা যাবে না। বিশেষ প্রয়োজনে হিয়ারিং এইড ব্যবহারের ক্ষেত্রে আগে থেকেই কমিশনের অনুমতি নিতে হবে।

নিষিদ্ধ সামগ্রী বহনের বিষয়ে কঠোর সতর্কতা দিয়ে পিএসসি জানিয়েছে, কোনও পরীক্ষার্থীর কাছে এসব সামগ্রী পাওয়া গেলে তার প্রার্থিতা তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে। পাশাপাশি বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা-২০১৪ এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন-২০২৩ অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীকে ভবিষ্যতে কমিশনের সব নিয়োগ পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করা হতে পারে এবং বিভিন্ন মেয়াদে শাস্তির বিধানও রয়েছে।

এ ছাড়া পরীক্ষার্থীদের মোবাইল ফোনে শিগগিরই খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে পরীক্ষাসংক্রান্ত নির্দেশনাগুলো পাঠানো হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এবারের হাজিরা তালিকা রেজিস্ট্রেশন নম্বরের জোড়-বিজোড় এবং দৈবচয়ন পদ্ধতির ভিত্তিতে সাজানো হয়েছে।

সূত্র জানিয়েছে, নির্ধারিত সময় ও বিধিনিষেধ মেনে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য পরীক্ষার্থীদের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছে পিএসসি।
 
সূত্র : বাসস

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি