নির্বাচনী দৌড়ে স্বস্তি পাচ্ছেন প্রার্থীরা
মনোনয়ন দাখিলে বাড়তি সময়ের ইঙ্গিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা আরও দুই দিন বাড়তে পারে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে। এর ফলে শেষ মুহূর্তের প্রস্তুতিতে থাকা রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য কিছুটা স্বস্তি তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার বিকাল ৫টা পর্যন্ত রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় নির্ধারিত ছিলো। তবে নির্বাচন কমিশনের ভেতরের আলোচনায় এ সময়সীমা আরও দুই দিন বাড়ানোর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। আনুষ্ঠানিক সিদ্ধান্ত এলে তা শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ইসি সূত্র।
নির্বাচনী তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তারা ৪ জানুয়ারি পর্যন্ত জমা পড়া মনোনয়নপত্র যাচাই ও বাছাই করবেন। এ সময় কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হলে বা সিদ্ধান্তে আপত্তি থাকলে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল দায়েরের সুযোগ থাকবে। আপিল নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত রয়েছে ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। সব প্রক্রিয়া শেষে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
মনোনয়ন দাখিলের সময় বাড়ানো হলে মাঠপর্যায়ে রাজনৈতিক দরকষাকষি, জোটগত সমঝোতা ও প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে দলগুলোর হাতে বাড়তি সময় আসবে। ফলে নির্বাচনী প্রতিযোগিতার চিত্র আরও স্পষ্ট হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সবার দেশ/কেএম




























