Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৭, ৯ মে ২০২৫

আপডেট: ০০:৪১, ৯ মে ২০২৫

আ’লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে এনসিপির অবস্থান

‘যার এজেন্ডায় আওয়ামী লীগ নিষিদ্ধের বয়ান নেই, তার সাথে আমরা নাই’— হুঁশিয়ারি নেতাকর্মীদের

আ’লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে এনসিপির অবস্থান
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার (৮ মে) রাত দশটার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা বাসভবনের সামনে অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

এতো আরও ডোগ দিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই ঐক্য ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে নেতাকর্মীরা ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিপাত যাক’, ‘মুজিববাদ নয়, গণতন্ত্র চাই’, ‘রক্তের ঋণ চাই বিচার’ ইত্যাদি স্লোগানে মুখরিত করে তুলেছে এলাকা।

পাশাপাশি, শিক্ষার্থীরাও রাজপথে অবস্থান নিয়েছে, যার ফলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ ও র‍্যাব সেখানে কড়া অবস্থানে রয়েছে এবং প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত আছেন—

  • এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার
  • নেত্রী মনিরা শারমীন
  • আব্দুল কাদের
  • ছাত্রসংসদের সদস্যসচিব জাহিদ আহসান
  • জুলাই ঐক্যের এবি জুবায়ের ও মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ প্রমুখ।

এক ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আজ রাত দশটা থেকে যমুনার সামনে আমাদের অবস্থান চলবে। যার এজেন্ডায় আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নেই, তার সাথে আমরা নাই।

এদিকে, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ফেসবুক পোস্টে লেখেন, হাসনাতের সঙ্গে যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে যোগ দিন। নয় মাসে সোজা আঙুলে কাজ হয়নি, এখন সময় আঙুল বাঁকা করার।

রাজধানীতে আচমকা এ অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে গোটা শাহহবাগ, সেগুনবাগিচা, বাংলামোটর এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপর্যায়ের পর্যবেক্ষণ চলছে বলে জানা গেছে।

‘সবার দেশ’ রিপোর্টিং ডেস্ক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পরবর্তী ঘোষণা ও পদক্ষেপের জন্য সবার চোখ এখন যমুনার দিকে।

সবার দেশ/কেএম