Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৪, ১৪ মে ২০২৫

আপডেট: ১৬:২৬, ১৪ মে ২০২৫

আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বার্তা 

সুযোগ পেলেই নির্বাচন করবো: শাজাহান খান

সুযোগ পেলেই নির্বাচন করবো: শাজাহান খান
ছবি: সংগৃহীত

কারাগারে থাকা অবস্থায়ও নির্বাচনের প্রত্যাশা ছাড়ছেন না সাবেক নৌপরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাজাহান খান। 

আজ বুধবার (১৪ মে) রাজধানীর একটি মামলায় গ্রেফতার দেখানোর শুনানি শেষে আদালতের এজলাস থেকে নামার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের সুযোগ যখন পাবো, তখন ইনশাআল্লাহ করবো। আওয়ামী লীগকে ধ্বংস করা যায় না। আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো।

 

 

 

তাকে এ সময় ধীরে ধীরে আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হচ্ছিলো, কিন্তু তার কণ্ঠে ছিলো অটল রাজনৈতিক প্রত্যয়।

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক মামলায় তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান তাকে গ্রেফতার দেখানোর অনুমতি দেন। এ নিয়ে তার বিরুদ্ধে নতুন করে আইনি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শুনানি শেষে শাজাহান খান আদালতের এজলাস থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দিকে কটাক্ষ ছুঁড়ে দিয়ে শাজাহান খান বলেন, ইউনূস জামায়াতের সঙ্গে আঁতাত প্রেম করে, অবৈধ প্রেম করে টিকে আছে। এ প্রেম বেশিদিন টিকবে না।

 

 

 

এ সময় সাংবাদিকদের দিকেও নজর দেন তিনি। বলেন, আগে সাংবাদিকদের স্বাধীনতা অর্জন করতে হবে। তোমরা লিখতেও পারো না, দেখাতেও পারো না।

উল্লেখ্য, ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর একাধিক দফায় রিমান্ডে নেয়া হয় তাকে। বর্তমানে তিনি কারাগারে আছেন। শাজাহান খান ছিলেন নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও পরিবহন শ্রমিক ফেডারেশনের প্রভাবশালী নেতা।

তবে ২০২৪ সালের পর থেকে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম কার্যত নিষিদ্ধ হয়ে যায় এবং একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অভিযোগে মামলা হয়। সে ধারাবাহিকতায় গ্রেফতার হন শাজাহান খান।

সবার দেশ/কেএম