Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫১, ১৮ মে ২০২৫

আপডেট: ০০:৫৩, ১৮ মে ২০২৫

প্রধান উপদেষ্টার উদ্দেশে সালাহউদ্দিন আহমদের হুঁশিয়ারি

আপনার একমাত্র ম্যান্ডেট হচ্ছে নির্বাচন করা

আপনার একমাত্র ম্যান্ডেট হচ্ছে নির্বাচন করা
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ স্পষ্ট বার্তা দিয়েছেন—আপনার একমাত্র ম্যান্ডেট বাংলাদেশে একটি অবাধ সাধারণ নির্বাচন আয়োজন করা।

শনিবার (১৭ মে) খুলনার সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় এ অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। কিন্তু এটা যেন কেউ ভেবে না বসেন, আপনাদের আমরা চিরকাল এ জায়গায় দেখতে চাই।

প্রধান উপদেষ্টাকে ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, আপনার সরকারকে এখন মানুষ এনসিপি মার্কা সরকার বলে। উপদেষ্টা পরিষদে থাকা এনসিপি-ঘনিষ্ঠ দু’জনের উপস্থিতি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। আপনি যদি সত্যিই নিরপেক্ষ থাকতে চান, তবে তাদের পদত্যাগে বাধ্য করুন, না হলে স্বয়ং আপনি তাদের বিদায় করুন।

সালাহউদ্দিন বলেন, আমরা আগেই বলেছিলাম—আপনার উপদেষ্টা পরিষদে আওয়ামী স্বৈরশাসনের দোসররা রয়েছে। এখন আরও বলছি—সেখানে কিছু বিদেশি দোসরও রয়েছে। আমরা এখন তাদের অপসারণের দাবি করছি।

তিনি কড়া ভাষায় বলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে আপনি একজন বিদেশি নাগরিককে নিয়োগ দিয়েছেন। আপনার কি বোধ নেই—এ দেশের সেনাবাহিনী তার কাছে কীভাবে গোপন নিরাপত্তা তথ্য দেবে? এ ব্যক্তি ‘মানবিক করিডোর’ বা ‘রোহিঙ্গা করিডোর’-এর নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চায়। তাকে অবিলম্বে অপসারণ করুন।

সরকারের করিডোর ও বন্দর হস্তান্তর নিয়ে প্রশ্ন তুলে সালাহউদ্দিন আরও বলেন, আপনি বিদেশে কী চুক্তি করে এসেছেন জানি না। আপনি কীভাবে দেশের সমুদ্রবন্দর, নদীবন্দর বা করিডোর বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন? আপনার সে ক্ষমতা কে দিয়েছে? আপনার তো একমাত্র দায়িত্ব নির্বাচন আয়োজন করা।

তিনি বলেন, দেশে এখন দরকার একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। আমরা আগেই বলেছি, জরুরি সংস্কারগুলো দ্রুত বাস্তবায়ন করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিন ঠিক করতে হবে। আপনি আমাদের আশ্বস্ত করেছিলেন, কিন্তু এখন আবার পিছু হটছেন।

এ বিএনপি নেতা সাফ জানিয়ে দেন, পরিস্থিতি ঘোলাটে না করে দ্রুত নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করাই এখন প্রধান উপদেষ্টার একমাত্র দায়িত্ব।

সবার দেশ/কেএম