Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৯, ৯ জুন ২০২৫

রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

শেখ হাসিনার চাচা শেখ কবির সিঙ্গাপুরে পালিয়েছেন

শেখ হাসিনার চাচা শেখ কবির সিঙ্গাপুরে পালিয়েছেন
ছবি: সংগৃহীত

টাকা পাচার, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে ধরে রাখার অভিযোগ থাকা সত্ত্বেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার চাচা শেখ কবির হোসেন দেশ থেকে পালিয়েছেন। রোববার (৮ জুন)সকালে একটি আন্তর্জাতিক ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

এ বিষয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি (ইমিগ্রেশন) মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে জানান, শেখ কবির হোসেন রোববার সকালে দেশের বাইরে গেছেন। তার বিদেশযাত্রায় কোনো নিষেধাজ্ঞা ছিলো কি না—এ প্রশ্নে তিনি মন্তব্য করতে রাজি হননি।

৮২ বছর বয়সী শেখ কবির হোসেন শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই, আর সে সূত্রেই শেখ হাসিনার চাচা। শারীরিকভাবে অক্ষম হলেও দীর্ঘদিন ধরে তিনি সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ ২৩টি প্রতিষ্ঠানের শীর্ষপদে ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে এসব প্রতিষ্ঠানের কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ না করলেও, ক্ষমতার প্রভাবে তার নাম ব্যবহার করে বিভিন্ন সুবিধা নেয়া হয়েছে।

বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে শেয়ারবাজার থেকে সেবা খাত, শিক্ষা প্রতিষ্ঠান, অ্যাসোসিয়েশন থেকে শুরু করে নানামুখী প্রতিষ্ঠানের শীর্ষ পদে তাকে রাখা হয়েছিলো। ক্ষমতা হারানোর পর ৫ আগস্টের পরপরই তিনি বেশির ভাগ পদ থেকে সরে দাঁড়ান।

যুগান্তরের অনুসন্ধানে জানা গেছে, শেখ কবির হোসেন যে ২৩টি প্রতিষ্ঠানের শীর্ষপদে ছিলেন, তার মধ্যে রয়েছে—সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-এর চেয়ারম্যান, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান, সোনার বাংলা ইন্স্যুরেন্সের চেয়ারম্যান, সরকারি ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যান, কাবিকো লিমিটেড এবং কাবিকো ফুড লিমিটেড অ্যান্ড মাসুদা ডায়েরি নিউট্রিশনের ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়া, বেস্ট হোল্ডিং (লা মেরিডিয়ান হোটেল)-এর স্বতন্ত্র পরিচালক, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট, প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, ইসলামী আই হাসপাতালের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরসের সদস্য এবং খান সাহেব শেখ মোশাররফ হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।

ক্ষমতার পটপরিবর্তনের পর থেকে শেখ কবির হোসেন অনেকটা আত্মগোপনে ছিলেন এবং এসব প্রতিষ্ঠানের বোর্ড মিটিংয়েও নিয়মিত অংশ নিতেন না। 

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, একটি ক্ষমতাধর চক্রের সহায়তায় তিনি বিমানবন্দর ত্যাগ করতে সক্ষম হন। উল্লেখ্য, বিগত সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি গুরুত্বপূর্ণ ২৩টি প্রতিষ্ঠান ও সংস্থার শীর্ষ পদে ছিলেন। 

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এসব প্রতিষ্ঠানের বেশিরভাগ পদ থেকে পদত্যাগ করেন।

সম্প্রতি তার বিরুদ্ধে অর্থপাচার ও অপশক্তি দিয়ে প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের অভিযোগ উঠলেও তার বিদেশযাত্রা ঠেকাতে কোনো আইনগত পদক্ষেপ নেয়া হয়নি। ফলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, সরকারের পতনের পর ক্ষমতাকেন্দ্রিক বিতর্কিত ব্যক্তিরা এখন নিরাপদ আশ্রয়ের সন্ধানে বিদেশে পাড়ি জমাচ্ছেন। শেখ কবির হোসেনের এ দেশত্যাগ সে প্রবণতারই আরেকটি দৃষ্টান্ত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন