Sobar Desh | সবার দেশ কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৪৬, ১২ জুন ২০২৫

আপডেট: ০৯:৪৭, ১২ জুন ২০২৫

সাপ গর্তে যাওয়ার সময় সোজা হয়: ফজলুর রহমান

‘পথ হারিয়ে তারেক রহমানের শরণাপন্ন ড. ইউনূস’

‘পথ হারিয়ে তারেক রহমানের শরণাপন্ন ড. ইউনূস’
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান দাবি করেছেন, দেশের সব পথ হারিয়ে এখন তারেক রহমানের শরণাপন্ন হয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। 

তিনি বলেন, ইউনূস সাহেব বাংলাদেশের সব পথ হারিয়ে এখন আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে গেছেন। ১২ ঘণ্টা ফ্লাইট চালিয়ে লন্ডন গিয়ে বলেছেন, আমাকে একটু কথা বলার সুযোগ দেন।

বুধবার (১১ জুন) বিকেলে কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির এক স্থানীয় কর্মিসভায় তিনি এসব মন্তব্য করেন।

ফজলুর রহমান বলেন, ১৫ দিন আগেও যে ইউনূস সাহেব বিএনপির ছয় দিনের সময় চাওয়ার পরেও এক ঘণ্টা সময় দেননি, সে ইউনূস সাহেব এখন লন্ডন উড়ে গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করছেন। সাপ গর্তে যাওয়ার সময় সোজা হয়—এ কথাটা আমি আগেই বলেছিলাম।

তিনি জানান, তারেক রহমান ও ড. ইউনূসের বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী শুক্রবার। এ বৈঠকের মাধ্যমে ড. ইউনূসের পক্ষ থেকে ইতিবাচক ও সৎ মনোভাব আশা করছেন তিনি। আপনি আমার চেয়ে নয় বছরের বড়, নোবেল বিজয়ী মানুষ। আপনার সঙ্গে তারেক রহমানের আলোচনা যেন দেশের জন্য মঙ্গল বয়ে আনে, আমি সেটাই চাই, বলেন ফজলুর রহমান।

তিনি আরও বলেন, আমরা আর আন্দোলন করতে চাই না। দেশের মানুষ এখন শুধু একটি নিরপেক্ষ ভোট দিতে চায়। তারেক রহমানের হাতে দেশ পরিচালনার সমস্ত ক্ষমতা আছে। তাই আজ সবাই তার কাছে আসছেন।

অনুষ্ঠানে বড়িবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেন, মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি এএইচএম জাহিদুল আলম জাহাঙ্গীর, অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সায়েদ আহমেদ, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহ-সভাপতি মো. মনির উদ্দিন, সহ-সভাপতি সোহরাব হোসেন মীর, যুগ্ম-সাধারণ সম্পাদক পলাশ রহমান ও বড়িবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাখন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন