Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:১২, ২ সেপ্টেম্বর ২০২৫

পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়ে গণভোটের দাবি ইসলামী আন্দোলনের

পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়ে গণভোটের দাবি ইসলামী আন্দোলনের
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক বা পিআর (Proportional Representation) পদ্ধতিতে আয়োজনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রয়োজনে এ বিষয়ে গণভোট আয়োজনের কথাও বলেছে দলটি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকটি দেড় ঘণ্টা স্থায়ী হয় এবং এতে ইসলামী আন্দোলনসহ সাতটি রাজনৈতিক দল অংশ নেয়।

পিআর পদ্ধতি নিয়ে প্রধান উপদেষ্টা কী বলেছেন—এমন প্রশ্নের জবাবে আশরাফ আলী আকন বলেন, উনারা বিষয়টি নোট করেছেন এবং জানিয়েছেন চিন্তাভাবনা করবেন।

ইসলামী আন্দোলনের মতে, নির্বাচন সুষ্ঠু করতে হলে প্রথমে বিচার ও সংস্কার নিশ্চিত করতে হবে। আশরাফ আলী আকন বলেন, সংস্কার ও বিচার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আবার পিআর পদ্ধতি ছাড়া শতভাগ জনমতের প্রতিফলন ঘটবে না। প্রয়োজনে সরকারকে গণভোটের ডাক দিতে হবে।

তিনি উল্লেখ করেন, দেশের ৫৩ বছরের রাজনৈতিক ইতিহাসে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। মৌলিক সংস্কার হয়নি, জনমতের সঠিক প্রতিফলন ঘটেনি। তার ভাষায়, যদি আগামী নির্বাচনও গতানুগতির পদ্ধতিতে হয়, তবে আগামী পাঁচ বছরেও কিছুই হবে না।

ঐকমত্য কমিশনের আলোচনার কথা তুলে ধরে তিনি জানান, ৩১টি দলের মধ্যে ২৬টি দল পিআর পদ্ধতির পক্ষে মত দিয়েছে। তিনি বলেন, বিশ্বের ৯১টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। সুষ্ঠু, নিরপেক্ষ ও জনমতের প্রতিফলন ঘটানোর সর্বোত্তম পদ্ধতি এটি। যদি এ নির্বাচন পিআর পদ্ধতিতে না করা যায়, তবে গণভোটের মাধ্যমে জনগণের সিদ্ধান্ত নেওয়া উচিত।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশজুড়ে সন্ত্রাস চলছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তা ঠেকাতে পারছে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা কান্নাকাটি করেছেন, অথচ পুলিশ-আর্মির উপস্থিতি ছিল না। ৩০০ আসনে ভোটের সময় এ পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার লেভেল প্লেয়িং ফিল্ড। কোনো দলকে প্রাধান্য দিয়ে কথা বলা হলে তা গ্রহণযোগ্য হবে না। ভোট পরিবর্তনশীল উল্লেখ করে তিনি উদাহরণ দেন, মুসলিম লীগ থেকে যুক্তফ্রন্ট, এরপর আওয়ামী লীগ, তারপর বিএনপি, জাতীয় পার্টি—এ পরিবর্তন হয়েছে বারবার। তাই কারও পক্ষে পক্ষপাতিত্ব করা যাবে না।

ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সহযোগিতা করছে এমন দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান তিনি। এক প্রশ্নের জবাবে বলেন, যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিংবা রাষ্ট্রপতিকে অপসারণ চায় না, এমন দুটি দল আছে, জাতীয় পার্টিকেও যারা নিষিদ্ধ করতে চায় না। তাদের বিষয়ে আজকের পত্রিকায় খবর এসেছে।

বৈঠকে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদও উপস্থিত ছিলেন।


সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন