তারেক রহমানের হুঁশিয়ারি
‘বিএনপির নাম ভাঙিয়ে স্বার্থ হাসিলের সুযোগ নেই’
বিএনপির নাম ও ভাবমূর্তি ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে—এ বিষয়ে কঠোর সতর্কতা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরোনো স্টেডিয়ামে আয়োজিত জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এ নির্দেশনা দেন।
তারেক রহমান বলেন, আমাদের সকলকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার প্রতিটি সৈনিককে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে না পারে, কিংবা ব্যক্তিগত স্বার্থে দলের নাম ভাঙিয়ে কোনো সুবিধা নিতে না পারে। এ বিষয়ে প্রত্যেক নেতাকর্মীকেই সতর্ক দৃষ্টি রাখতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, সমগ্র বাংলাদেশে ধানের শীষের প্রতিটি নেতাকর্মী গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে অটল। তিনি জোর দিয়ে বলেন, আমাদের সামনে একটাই লক্ষ্য—যে কোনও মূল্যে ঐক্যবদ্ধ থাকা। এর কোনো বিকল্প নেই।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে দলের সাংগঠনিক ঐক্য, আন্দোলনের কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। সম্মেলনে জেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার পর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস দেখা যায়।
সবার দেশ/কেএম




























