Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৬, ৭ ডিসেম্বর ২০২৫

মানবাধিকার খাতে বৈশ্বিক স্বীকৃতি

‘হিউম্যান রাইটস টিউলিপ’ অ্যাওয়ার্ডের মনোনয়ন পেলেন সানজিদা

‘হিউম্যান রাইটস টিউলিপ’ অ্যাওয়ার্ডের মনোনয়ন পেলেন সানজিদা
ছবি: সংগৃহীত

মানবাধিকার রক্ষায় অসামান্য অবদান ও দীর্ঘদিনের নিরলস আন্দোলনের স্বীকৃতিস্বরূপ নেদারল্যান্ডস সরকারের মর্যাদাপূর্ণ ‘হিউম্যান রাইটস টিউলিপ’ অ্যাওয়ার্ডের চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিয়েছেন ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়ক এবং ঢাকা-১৪ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলি। 

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাছাইকৃত সাতজন মানবাধিকার কর্মীর শেষ তালিকায় জায়গা পেয়ে আন্তর্জাতিক অঙ্গনে তিনি তুলে ধরেছেন বাংলাদেশের মানবাধিকার সংগ্রামের বাস্তবতা।

শনিবার (৬ ডিসেম্বর) বিএনপি মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবতা, ন্যায়বিচার ও নিপীড়িত মানুষের অধিকারের জন্য সানজিদা ইসলাম তুলির দীর্ঘদিনের জোরালো অবস্থান ও নিরবচ্ছিন্ন আন্দোলন বিশ্বমঞ্চে নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে। তার এ মনোনয়ন বাংলাদেশের গণতন্ত্রকামী ও অধিকারের প্রশ্নে সোচ্চার নাগরিকদের জন্য এক গুরুত্বপূর্ণ অর্জন।

‘মায়ের ডাক’ সংগঠনটি গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানো, ন্যায়বিচারের দাবি তোলা এবং আন্তর্জাতিক মহলে এসব ঘটনার সত্য তুলে ধরার কাজে সক্রিয়। সংগঠনের সমন্বয়ক হিসেবে সানজিদা ইসলাম তুলি দীর্ঘদিন ধরে এসব পরিবারের জন্য জাতীয় ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করছেন।

নেদারল্যান্ডস সরকারের এ সম্মানজনক পুরস্কারের মনোনয়ন তার কাজের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতির পাশাপাশি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিশ্বদৃষ্টিতে নতুন আলোচনারও জন্ম দিয়েছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ