Sobar Desh | সবার দেশ নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৪, ৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ০০:৫৫, ৯ জানুয়ারি ২০২৬

মুক্তিযুদ্ধ নিয়ে অপপ্রচার চলছে

জামায়াতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

জামায়াতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীতে সদ্য যোগ দেয়া অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান দাবি করেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে পরিকল্পিত মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। তার ভাষায়, জামায়াতে ইসলামীতে কেউ মুক্তিযুদ্ধবিরোধী বা স্বাধীনতাবিরোধী নয় এবং এসব মিথ্যা অভিযোগের ভিত্তিতেই দলটির শীর্ষ নেতাদের ফাঁসি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে নাটোর সদর উপজেলার বড় হরিশপুর এলাকায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত রোকন সমাবেশে এসব কথা বলেন তিনি।

আখতারুজ্জামান বলেন, পূর্বপুরুষদের কোনও কর্মকাণ্ডের দায় পরবর্তী প্রজন্মের ওপর চাপানো যায় না—এ বিষয়টি ধর্মগ্রন্থেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

মুক্তিযুদ্ধকালীন রাজাকার প্রসঙ্গে তিনি বলেন, ওই সময় রাজাকারেরা মূলত রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট পাহারার দায়িত্বে ছিলো। রাজাকার, আলবদর ও আলশামস ছিলো পাকিস্তানি বাহিনীর সহযোগী সংগঠন, যারা পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের পর দেশ ছেড়ে পাকিস্তানে ফিরে গেছে। তার দাবি, বর্তমানে বাংলাদেশে কোনও রাজাকার নেই।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় প্রকৃত শত্রু ছিলো পাকিস্তানি সেনাবাহিনী, জামায়াতে ইসলামী নয়। জামায়াতে ইসলামীতে কেউ মুক্তিযুদ্ধবিরোধী বা স্বাধীনতাবিরোধী নয় উল্লেখ করে তিনি বলেন, এসব অপপ্রচারের বিরুদ্ধে দলীয়ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

রোকন সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর আমির মীর নুরুল ইসলাম, নাটোর-২ সদর আসনে জামায়াতের প্রার্থী ইউনুস আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা জামায়াতের সেক্রেটারি সাদেকুর রহমান জানান, চলতি বছর দলটির নিজস্ব সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে নারীসহ মোট ১১৭ জন নতুন রোকন শপথ নিয়েছেন। বর্তমানে নাটোর জেলায় জামায়াতে ইসলামীর রোকনের সংখ্যা দেড় হাজারের বেশি বলে তিনি জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি