মুক্তিযুদ্ধ নিয়ে অপপ্রচার চলছে
জামায়াতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান
জামায়াতে ইসলামীতে সদ্য যোগ দেয়া অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান দাবি করেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে পরিকল্পিত মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। তার ভাষায়, জামায়াতে ইসলামীতে কেউ মুক্তিযুদ্ধবিরোধী বা স্বাধীনতাবিরোধী নয় এবং এসব মিথ্যা অভিযোগের ভিত্তিতেই দলটির শীর্ষ নেতাদের ফাঁসি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে নাটোর সদর উপজেলার বড় হরিশপুর এলাকায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত রোকন সমাবেশে এসব কথা বলেন তিনি।
আখতারুজ্জামান বলেন, পূর্বপুরুষদের কোনও কর্মকাণ্ডের দায় পরবর্তী প্রজন্মের ওপর চাপানো যায় না—এ বিষয়টি ধর্মগ্রন্থেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
মুক্তিযুদ্ধকালীন রাজাকার প্রসঙ্গে তিনি বলেন, ওই সময় রাজাকারেরা মূলত রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট পাহারার দায়িত্বে ছিলো। রাজাকার, আলবদর ও আলশামস ছিলো পাকিস্তানি বাহিনীর সহযোগী সংগঠন, যারা পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের পর দেশ ছেড়ে পাকিস্তানে ফিরে গেছে। তার দাবি, বর্তমানে বাংলাদেশে কোনও রাজাকার নেই।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় প্রকৃত শত্রু ছিলো পাকিস্তানি সেনাবাহিনী, জামায়াতে ইসলামী নয়। জামায়াতে ইসলামীতে কেউ মুক্তিযুদ্ধবিরোধী বা স্বাধীনতাবিরোধী নয় উল্লেখ করে তিনি বলেন, এসব অপপ্রচারের বিরুদ্ধে দলীয়ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
রোকন সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর আমির মীর নুরুল ইসলাম, নাটোর-২ সদর আসনে জামায়াতের প্রার্থী ইউনুস আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা জামায়াতের সেক্রেটারি সাদেকুর রহমান জানান, চলতি বছর দলটির নিজস্ব সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে নারীসহ মোট ১১৭ জন নতুন রোকন শপথ নিয়েছেন। বর্তমানে নাটোর জেলায় জামায়াতে ইসলামীর রোকনের সংখ্যা দেড় হাজারের বেশি বলে তিনি জানান।
সবার দেশ/কেএম




























