জামায়াতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান
জামায়াতে ইসলামীতে সদ্য যোগ দেয়া অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান দাবি করেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে পরিকল্পিত মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। তার ভাষায়, জামায়াতে ইসলামীতে কেউ মুক্তিযুদ্ধবিরোধী বা স্বাধীনতাবিরোধী নয় এবং এসব মিথ্যা অভিযোগের ভিত্তিতেই দলটির শীর্ষ নেতাদের ফাঁসি দেয়া হয়েছে।