Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৭, ১৬ জানুয়ারি ২০২৬

জোটে নয়, একক নির্বাচনে ইসলামী আন্দোলন

জোটে নয়, একক নির্বাচনে ইসলামী আন্দোলন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন প্রস্তাবিত ১১ দলীয় জোটে যোগ না দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি বলেন, নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীরা ২৬৮টি আসনে মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন এবং তারা সবাই প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন। কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করবেন না বলেও স্পষ্ট করেন তিনি।

গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন ইসলামের নীতি ও আদর্শের ভিত্তিতে রাজনীতি করে এবং বিশ্বাস করে, ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই সবার অধিকার নিশ্চিত করা সম্ভব। তিনি আরও বলেন, ইসলাম প্রতিষ্ঠার রাজনীতিকে দলের নেতাকর্মীরা পবিত্র ইবাদত হিসেবে বিবেচনা করেন, ফলে জোটে না থাকা নিয়ে কোনো হতাশা নেই।

এর আগে বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত সম্ভাব্য ১১ দলীয় নির্বাচনী জোট এক সংবাদ সম্মেলনে আসন বণ্টনের ঘোষণা দেয়। তবে ওই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না, যা তখন থেকেই দলটির জোটে থাকা নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছিল।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জোট রাজনীতির বাইরে থেকে ইসলামী আন্দোলনের একক অংশগ্রহণ নির্বাচনী মাঠে ভিন্ন মাত্রা যোগ করতে পারে। দলটি এরই মধ্যে হাতপাখা প্রতীক নিয়ে দেশব্যাপী প্রচার জোরদার করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

জোটে নয়, একক নির্বাচনে ইসলামী আন্দোলন
উত্তরা অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে জামায়াত আমিরের গভীর শোক
খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে নাগরিক শোকসভা
ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন তারেক রহমান
উত্তরায় ৭ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, একই পরিবারের ৩ জনসহ নিহত ৬
আদিতমারীতে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ ৫ শতাধিক নেতাকর্মীর
কয়লা-গ্যাস ঘিরে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: রিজভী
সৌজন্য সাক্ষাতে সপরিবারে যমুনায় তারেক রহমান
সমঝোতার পর শুক্রবার পুনরায় শুরু বিপিএল
হাসিনা-কামালের মৃত্যুদণ্ড মামলার আপিল শুনানি ২০ জানুয়ারি
চরমোনাই ছাড়াই জামায়াত জোটের ২৫৩ আসন বন্টন চূড়ান্ত
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন উপদেষ্টা পরিষদে অনুমোদন
বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে বোঝাতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল
নির্বাচন ও গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ালে লাভ নেই: রিজওয়ানা হাসান