Header Advertisement

Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৪, ২৮ ডিসেম্বর ২০২৪

রিয়াল মাদ্রিদের স্টেডিয়ামের নাম বদলে যাচ্ছে

রিয়াল মাদ্রিদের স্টেডিয়ামের নাম বদলে যাচ্ছে
ছবি: সংগৃহীত

ফুটবলে দল বদলের কথা শোনা যায় প্রায় প্রতিদিন। কিন্তু স্টেডিয়ামের নাম বদলের কথা কি এমন শোনা যায়? জ্বি, এখন থেকে শুনবেন ‘বার্নাব্যু’। রিয়াল মাদ্রিদের স্টেডিয়ামের পরির্তিত নাম এটি। ‘এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যু’ নামে ১৯৪৭ সাল থেকে যে মাঠে রিয়াল তাদের হোম ম্যাচ খেলেছে, এবার সে মাঠের নাম বদলানোর সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।

মার্কার প্রতিবেদন অনুযায়ী, রিয়াল মাদ্রিদ মূলত স্টেডিয়ামের নাম সংক্ষেপিত করে শুধু ‘বার্নাব্যু’ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

স্টেডিয়ামের সোশ্যাল মিডিয়া এবং বাণিজ্যিক দিক থেকে নামের মধ্যে থাকা ‘সান্তিয়াগো’ বাদ দেয়া হয়েছে, এবং স্টেডিয়ামের অফিসিয়াল ওয়েবসাইটেও এটি দেখা যাচ্ছে। 

প্রথমে ‘এস্তাদিও নুয়েভো চামারটি’ নাম রাখা হয়েছিল, পরে রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্ট এবং খেলোয়াড় সান্তিয়াগো বার্নাব্যুর নামে এর নামকরণ করা হয়। বার্নাব্যু ১৯৫০ ও ৬০-এর দশকে ক্লাবের ঐতিহাসিক সাফল্যের সূচনা করেন, যা রিয়াল মাদ্রিদকে আজকের অবস্থানে নিয়ে গেছে। ১৯৪৩ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যু ৩৫ বছর ক্লাবটির খেলোয়াড় ও প্রেসিডেন্ট ছিলেন।

২০২৪ সালে পুনর্নির্মাণ সম্পন্ন হওয়া বার্নাব্যু স্টেডিয়াম অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। যেমন কনসার্ট আয়োজন ও স্টেডিয়ামের নিচে একটি আন্ডারগ্রাউন্ড পার্কিং তৈরি করার জন্য আইনগত চ্যালেঞ্জ। তবে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ এ স্টেডিয়ামকে ভবিষ্যতে ক্লাবের অর্থনৈতিক উন্নতির এক মূল চালক হিসেবে বিবেচনা করছেন। আগামী বছর এটি স্পেনে প্রথম ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) খেলা আয়োজন করবে।

সবার দেশ/এফএস

সম্পর্কিত বিষয়: