পলাতক একটা দল আনসেটেল করার সর্বাত্মক চেষ্টা করছে
‘একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে বা তাদের নেতৃত্ব চলে গেছে। তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে (দেশটাকে) আনসেটেল (অস্থিতিশীল) করার জন্য’-এমন মন্তব্য ড. মুহাম্মদ ইউনূসের। সম্প্রতি বিবিসি বাংরাকে দেয়া এক সাক্ষাৎকারে সরকারের আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।