Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:২৮, ১৪ মে ২০২৫

বাণিজ্য উপদেষ্টাকে আহ্বায়ক করে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন

চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে উচ্চপর্যায়ের কমিটি গঠন

চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে উচ্চপর্যায়ের কমিটি গঠন
ছবি: সংগৃহীত

কোরবানির ঈদকে সামনে রেখে চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা ও সংশ্লিষ্ট বিষয়সমূহের সুষ্ঠু ব্যবস্থাপনায় ১৭ সদস্যের উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার। 

বাণিজ্য উপদেষ্টাকে আহ্বায়ক করে গঠিত এ কমিটির নাম দেয়া হয়েছে ‘কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটি’।

মঙ্গলবার (১৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে কমিটিকে পুনর্গঠনের ঘোষণা দেয়া হয়।

কমিটিতে যারা থাকছেন:

  • স্বরাষ্ট্র, শিল্প, সড়ক পরিবহন ও সেতু, পরিবেশ, স্থানীয় সরকার, মৎস্য ও প্রাণিসম্পদ, ধর্ম, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
  • প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র)
  • বিডার প্রধান নির্বাহী চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন
  • প্রধান উপদেষ্টার প্রেস সচিব
  • শিল্প সচিব ও বাণিজ্য সচিব (সদস্য সচিব হিসেবে)
  • একজন এনজিও প্রতিনিধি, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সরকার মনোনীত একজন বেসরকারি প্রতিনিধি

কমিটির দায়িত্ব ও উদ্দেশ্য:

  • চামড়া সংগ্রহ ও সংরক্ষণের সঠিক প্রক্রিয়া নির্ধারণ**
  • লবণের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতকরণ
  • চামড়ার উপযুক্ত বাজারমূল্য নিশ্চিত করা
  • ধর্মীয় প্রতিষ্ঠানের স্বার্থ সুরক্ষা
  • কোরবানির পশুর হাট, পরিবহন এবং পরিবহনে নিষ্ঠুরতা প্রতিরোধে নির্দেশনা দেয়া
  • সাভার চামড়া শিল্প নগরীসহ দেশজুড়ে বর্জ্য ব্যবস্থাপনার জন্য পরিকল্পনা প্রণয়ন

কমিটি প্রয়োজন হলে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে এবং পরিস্থিতি অনুযায়ী সভা আহ্বান করবে। বাণিজ্য মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

উল্লেখ্য, প্রতি বছর ঈদুল আজহায় চামড়া সংগ্রহ নিয়ে নানামুখী বিশৃঙ্খলা, দরপতন ও সংরক্ষণজনিত সমস্যা দেখা দেয়। ধর্মীয় প্রতিষ্ঠান ও এতিমখানাগুলোর একটি বড় অংশের অর্থায়ন এ কোরবানির চামড়ার বিক্রয়লব্ধ অর্থের উপর নির্ভরশীল। এ প্রেক্ষিতে এবছর আগেভাগেই কার্যকর পদক্ষেপ গ্রহণে এ উচ্চপর্যায়ের কমিটি গঠনকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সবার দেশ/কেএম