Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৮, ৬ মে ২০২৫

দু’দিনেই বাড়লো প্রতি ভরিতে ২৩০৯ টাকা

সোনার দামে আবারও ঊর্ধ্বগতি

সোনার দামে আবারও ঊর্ধ্বগতি
ফাইল ছবি

মাত্র দু’দিন আগে দাম কমানোর ঘোষণা দিয়েছিলো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সে সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই আবারও বেড়ে গেলো স্বর্ণের দাম। নতুন করে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ২ হাজার ৩০৯ টাকা।

সোমবার (৫ মে) সন্ধ্যায় বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৬ মে) থেকে নতুন দাম কার্যকর হবে। নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ২৮৬ টাকায় বিক্রি হবে।

বাজুসের ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধি এবং স্থানীয় বাজারে ‘তেজাবি স্বর্ণের’ মূল্য বৃদ্ধির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী—

  • ২১ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি: ১,৬৩,৪৯৪ টাকা
  • ১৮ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি: ১,৪০,১৪৩ টাকা
  • সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি: ১,১৫,৯০৫ টাকা

তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।

মাত্র দুদিন আগেই, ৩ মে বাজুস স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিলো। সাধারণ ক্রেতারা সে খবরে কিছুটা স্বস্তি পেলেও বাজারে স্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হলো না।

ক্রেতাদের অনেকেই বলছেন, দাম বাড়া-কমার এ বারংবার রদবদলে তারা বিভ্রান্ত। কেউ কেউ অভিযোগ করেছেন, এ বাজারে কেউ না পারছে কিনতে, না পারছে বেচতে।

বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারের উপর দেশের স্বর্ণবাজারের নির্ভরতা এতটাই বেশি যে সামান্য দোলাচলেও দাম আকাশছোঁয়া হয়ে পড়ে।

সবার দেশ/কেএম

সর্বশেষ