হিটু শেখের মৃত্যুদণ্ড, তিন আসামির খালাস
মাগুরায় আট বছর বয়সী শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার মামলার রায় ঘোষণা করেছে আদালত। এ মামলার প্রধান অভিযুক্ত ছিলেন শিশুটির বড় বোনের শ্বশুর হিটু শেখ। এছাড়া আসামি ছিলেন— বোনজামাই সজীব শেখ, তার ভাই রাতুল শেখ ও তাদের মা রোকেয়া বেগম। আদালত হিটু শেখকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। তবে অপর তিন আসামি— সজীব, রাতুল ও রোকেয়াকে সন্দেহের সুবিধা দিয়ে খালাস প্রদান করা হয়েছে।