নতুন বছরের উপহার
১ জানুয়ারি শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা
আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। নতুন বছরের প্রথম দিন থেকেই বাণিজ্য, বিনিয়োগ ও বিনোদনের পসরা নিয়ে শুরু হচ্ছে দেশের সর্ববৃহৎ পণ্য প্রদর্শনী ‘৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৬’। আগামী ১ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে মাসব্যাপী এ মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এবারের মেলাকে ঘিরে ব্যবসায়ী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
মেলার বিশেষ আকর্ষণ ও প্রস্তুতি
- বাংলাদেশ স্কয়ার: এবারের মেলার প্রধান আকর্ষণ হিসেবে যুক্ত হচ্ছে ‘বাংলাদেশ স্কয়ার’। এ বিশেষ প্রাঙ্গণে দর্শনার্থীরা বাংলাদেশের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং সমসাময়িক অর্জন সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পাবেন।
- স্টল ও প্যাভিলিয়ন: মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের ছোট-বড় মিলিয়ে ৩৫০টিরও বেশি স্টল ও প্যাভিলিয়ন থাকবে।
- অংশগ্রহণকারী দেশ: বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান, সিঙ্গাপুর ও আফগানিস্তানসহ বেশ কয়েকটি দেশ মেলায় অংশ নেবে বলে আশা করা হচ্ছে।
- সংবাদ সম্মেলন: মেলার সার্বিক প্রস্তুতি এবং বিস্তারিত তথ্য জানাতে আগামী ২৯ ডিসেম্বর বেলা ১১টায় মেলা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের ডাক দেয়া হয়েছে। সেখানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মেলার বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরবেন।
টিকিট ও অন্যান্য সুবিধা
দর্শনার্থীদের যাতায়াত ও কেনাকাটা সহজ করতে আয়োজক কর্তৃপক্ষ বেশ কিছু আধুনিক পদক্ষেপ নিয়েছে:
- টিকিট মূল্য: প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।
- ই-টিকিটিং: দীর্ঘ লাইন এড়াতে অনলাইনে টিকিট কাটার (ই-টিকিটিং) ব্যবস্থা থাকছে।
- শিশুদের বিনোদন: পরিবার নিয়ে আসা দর্শনার্থীদের জন্য মেলায় দুটি সুসজ্জিত শিশুপার্ক রাখা হয়েছে।
নামের বিতর্ক ও চূড়ান্ত সিদ্ধান্ত
উল্লেখ্য, গত আগস্ট মাসে ইপিবির এক বৈঠকে মেলার নাম থেকে ‘আন্তর্জাতিক’ শব্দটি বাদ দেয়ার একটি প্রস্তাব উঠেছিলো। তবে গত সপ্তাহে বাণিজ্য মেলা স্টিয়ারিং কমিটির চূড়ান্ত বৈঠকে সে প্রস্তাবটি নাকচ করে দেয়া হয়। ফলে ঐতিহ্য বজায় রেখে এটি ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ নামেই আয়োজিত হচ্ছে।
২০২২ সাল থেকে স্থায়ীভাবে পূর্বাচলে আয়োজিত এ মেলা এখন কেবল বাণিজ্যিক কেন্দ্র নয়, বরং সাধারণ মানুষের জন্য শীতের অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে।
সবার দেশ/কেএম




























