Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪০, ১৫ মে ২০২৫

কুরবানির পশুর হাট রাজধানীর যেসব স্থানে

কুরবানির পশুর হাট রাজধানীর যেসব স্থানে
ছবি: সংগৃহীত

কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীজুড়ে প্রস্তুতি শুরু করেছে ঢাকার দুই সিটি করপোরেশন। দক্ষিণ ও উত্তর মিলিয়ে এবার মোট ১৯টি স্থানে বসবে কুরবানির পশুর অস্থায়ী হাট। হাটগুলো চলবে ঈদের আগের তিনদিনসহ মোট পাঁচ দিন। থাকবে নিরাপত্তার কঠোর ব্যবস্থা।

বাদ পড়েছে আফতাবনগর ও মেরাদিয়া

আদালতের নিষেধাজ্ঞার কারণে এবার হাটের তালিকা থেকে বাদ পড়েছে রাজধানীর দুটি আলোচিত এলাকা—আফতাবনগর ও মেরাদিয়া। তবে নিয়মিতভাবে চলবে গাবতলীর স্থায়ী পশুর হাট।

উত্তর সিটি করপোরেশনে ১০টি হাট

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় এবার বসবে মোট ১০টি পশুর হাট। গাবতলী ছাড়াও বসিলা, মিরপুর, খিলক্ষেত, বাড্ডা এলাকার বিভিন্ন স্থানে হাট বসানোর প্রস্তুতি চলছে।

উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, শান্তিপূর্ণ ও পরিচ্ছন্ন পরিবেশে হাট পরিচালনা করা হবে। ইজারা প্রদানের ক্ষেত্রে সিটি করপোরেশন নিরপেক্ষ থাকবে এবং নিলাম হবে স্বচ্ছ প্রক্রিয়ায়। রাস্তা ও পরিবেশ নোংরা হলে ইজারাদারকে জবাবদিহি করতে হবে।

দক্ষিণে ৯টি হাট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় এবার ৯টি হাট বসানো হবে। এর মধ্যে রয়েছে উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গা ও সাদেক হোসেন খোকা মাঠের খালি জায়গা।

দক্ষিণের প্রশাসক ড. মো. জিল্লুর রহমান বলেন, প্রাথমিক পর্যায়ে টেন্ডার ইতোমধ্যে হয়েছে। দ্বিতীয় দফার দরপত্র জমা দেয়ার শেষ সময় ২৭ মে। এরপর সর্বোচ্চ দরদাতাদের চূড়ান্ত করে হাট পরিচালনার অনুমোদন দেয়া হবে। নির্ধারিত জায়গা ছাড়া অন্য কোথাও হাট বসলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বর্জ্য ব্যবস্থাপনায় কড়া নজর

নগর কর্তৃপক্ষ জানিয়েছে, পশু বেচাকেনার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায়ও চলবে বিশেষ নজরদারি। সিটি করপোরেশনের বিশেষ টিম থাকবে সার্বক্ষণিক মাঠে, যাতে হাট শেষে দ্রুত পরিচ্ছন্নতা নিশ্চিত করা যায়।

সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়মের কঠোর প্রয়োগের মাধ্যমে এবারের কোরবানির পশুর হাটগুলো যেন শহরের পরিবেশ ও জনদুর্ভোগকে বিঘ্ন না ঘটায়—সে প্রত্যাশাই করছেন নগরবাসী।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

নির্বাচন ও গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ালে লাভ নেই: রিজওয়ানা হাসান
ট্রাম্পকে প্রকাশ্য হত্যার হুমকি, তেহরানের বার্তা ঘিরে উত্তেজনা
অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল
বাজার স্থিতিশীল করতে এলপি গ্যাস আমদানির পথে সরকার
ঢাকার তিন পয়েন্টে ফের অবরোধে সাত কলেজের শিক্ষার্থীরা
সিলেট সীমান্তে বিস্ফোরকের রহস্যজনক প্রবেশ: নাশকতার আশঙ্কা
পাঁচ ঘণ্টার স্থগিতাদেশ শেষে ইরানের আকাশসীমা পুনরায় উন্মুক্ত
জামায়াত নেতৃত্বাধীন ইসলামি জোট থেকে সরে দাঁড়াচ্ছে ইসলামী আন্দোলন
শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে স্ত্রীর ফেসবুক পোস্ট
নাজমুলের পদত্যাগে অচলাবস্থা: না খেলার সিদ্ধান্তে অনড় ক্রিকেটাররা
এনআইডির গোপন তথ্য পাচারে কোটি টাকার কারবার: দুইজন গ্রেপ্তার
বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক