ঢাকার রাস্তায় প্রতিদিনই মিছিল
অবরোধে নাকাল জনজীবন
ঢাকা শহর যেনো এখন প্রতিদিনই মিছিল-অবরোধের শহর হয়ে উঠেছে। নানা দাবিতে প্রতিদিনই কেউ না কেউ রাস্তায় নামছেন। এতে করে সড়ক বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ি চলতে পারছে না, অফিসগামী মানুষ, স্কুলের ছাত্রছাত্রী ও রোগীসহ সাধারণ মানুষ পড়ছেন চরম দুর্ভোগে।
সাম্প্রতিক সময়ে এ অবরোধ ও বিক্ষোভ আরও বেড়েছে। অনেকেই মনে করছেন, সরকার আন্দোলন হলেই দাবি মেনে নিচ্ছে—এ বার্তা ছড়িয়ে পড়ায় যেকোনও দাবি নিয়েই মানুষ রাস্তায় নামছেন।
গতকালের কয়েকটি বড় আন্দোলন:
গার্মেন্ট শ্রমিকদের বেতন দাবির আন্দোলন

রাজধানীর বিজয়নগর থেকে যমুনা ভবনের দিকে মিছিল করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। পুলিশ কাকরাইল মোড়ে বাধা দিলে শ্রমিকরা সেখানেই বসে পড়েন। বৃষ্টিতেও তারা রাস্তা ছাড়েননি। এতে আশেপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে অবরোধ

শাহবাগে অবস্থান নেয় ছাত্রদলের নেতাকর্মীরা। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। ছাত্রদল হুঁশিয়ারি দিয়েছে—বিচার না হলে সারা দেশ অচল করে দেবে।
ইশরাক হোসেনকে মেয়র করার দাবিতে বিক্ষোভ

ঢাকা দক্ষিণ সিটির সামনে অবস্থান নেয় বিএনপি নেতা ইশরাকের সমর্থকরা। তাদের এ অবস্থান চলে ৬ দিন যাবত। এতে ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
ঢাকা উত্তর সিটির প্রশাসককে অপসারণের দাবিতে গণঅধিকার পরিষদের ঘেরাও

অবরোধকারীরা অভিযোগ করছে, ওই প্রশাসক এক নিষিদ্ধ সংগঠনের নেতা। ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে ‘যমুনা ঘেরাও’ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে।
রাজউকের বিরুদ্ধে বিক্ষোভ, ড্যাপ সংশোধনের দাবি

জমির মালিকরা বলছেন, নতুন ড্যাপে তাদের জমির মূল্য ও ব্যবহারযোগ্যতা কমে গেছে। ঘুষ ছাড়া অনুমোদন মিলছে না বলেও অভিযোগ। রাজউক অফিস ঘেরাওয়ের ফলে মতিঝিল এলাকায় বড় যানজট হয়।
জনগণের দুর্ভোগ:

প্রতিদিন এমন মিছিল, অবরোধের কারণে ঢাকায় কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। স্কুলছাত্র, অফিসগামী মানুষ, রোগীবাহী অ্যাম্বুলেন্স—সবাই আটকে পড়ছেন। সরকারও অনেক সময় শুরুতে চুপ থেকে পরে দাবি মেনে নিচ্ছে। এতে করে আন্দোলনের সংখ্যা আরও বেড়ে যাচ্ছে।
প্রতিদিন রাস্তায় নামা কি সঠিক সমাধান? দাবি আদায়ের নামে জনগণকে কষ্ট দিয়ে কি আদৌ লাভ হয়? ঢাকা শহর কি আবারও নিয়মমাফিক, স্বাভাবিক হতে পারবে?
সবার দেশ/কেএম




























