মেক্সিকোতে মেয়র প্রার্থীকে গুলি করে হত্যা
নির্বাচনি প্রচারণার প্রাণবন্ত র্যালি মুহূর্তেই রূপ নেয় রক্তাক্ত হত্যাযজ্ঞে—মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যের টেক্সিস্টেপেক শহরে মেয়র পদপ্রার্থী ইয়েসেনিয়া লারা গুতিয়েরেসকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত হয়েছেন আরও তিনজন। আহত হয়েছেন অন্তত তিনজন।