Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৪৪, ২৪ মে ২০২৫

আপডেট: ০২:৪৬, ২৪ মে ২০২৫

ইউনূসের পদত্যাগ গুঞ্জন মিছিল করতে ঢাকায় এসে যুবলীগ নেতা আটক

ইউনূসের পদত্যাগ গুঞ্জন মিছিল করতে ঢাকায় এসে যুবলীগ নেতা আটক
ছবি: সংগৃহীত

চলমান রাজনৈতিক টানাপোড়েন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে চলা গুঞ্জনের মধ্যে ঢাকায় মিছিল করতে এসে যুবদলের হাতে আটক হয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।

ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

সুজন আহমেদ নামের এক ব্যক্তির ভেরিফায়েড ফেসবুক পেজে ঘটনার ভিডিও প্রকাশিত হয়। ভিডিওটির ক্যাপশনে বলা হয়: ইউনূস সরকার পদত্যাগ করবে শুনে বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ঢাকা আম্লীগের পার্টি অফিসের সামনে মিছিল করতে এসে যুবদলের হাতে আটক হয়।

ভিডিওতে দেখা যায়, উত্তেজিত একদল যুবক আমিনুল ইসলামকে ঘিরে রেখেছে এবং জিজ্ঞাসাবাদের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি বা সরকারি নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপ সংক্রান্ত কোনও তথ্য এখনো পাওয়া যায়নি।

এ বিষয়ে আওয়ামী লীগ কিংবা যুবলীগের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অনলাইনে বিষয়টি ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়াতেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ রাজধানীতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। অন্যদিকে বিএনপিসহ অন্যান্ন সংগঠনগুলো এ উত্তেজনাকর মুহূর্তে রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে প্রধান উপদেষ্টা ইউনূসের পদত্যাগের গুজব ছড়ালেও সরকারিভাবে তা অস্বীকার করা হয়েছে। বরং শনিবার (২৪ মে) তিনি বিএনপি ও জামায়াত নেতাদের সঙ্গে পৃথকভাবে বৈঠকে বসছেন—এমন ঘোষণার পর রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কেটে গেছে কালো মেঘ, শিগগিরই নির্বাচনের রোডম্যাপ
আজ সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সঙ্গে ড. ইউনূসের বৈঠক
ইউনূসের পদত্যাগ গুঞ্জন মিছিল করতে ঢাকায় এসে যুবলীগ নেতা আটক
শুধু নির্বাচন করার জন্য দায়িত্ব নিইনি: স্পষ্ট বার্তায় উপদেষ্টা রিজওয়ানা
ইউনূসের সরকারকে টিকিয়ে রাখতে হবে: ডাক্তার তাহেরের খোলামেলা বার্তা
ভারতে বজ্রপাত ও ঝড়ে ৪৫ জনের মৃত্যু
এক-এগারোর পাঁয়তারা চলছে: নাহিদ ইসলামের সতর্কবার্তা
মোদির রক্ত গরম হয় শুধু ক্যামেরার সামনেই: রাহুল গান্ধী
ড. ইউনূসের পদত্যাগের গুজব ছড়িয়েছে দিল্লীস্টার!
কক্সবাজারে মার্কিন সেনা! বিভ্রান্তিকর প্রচারণা
প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন: বিবিসিকে নাহিদ
পাকিস্তানে বিশাল বাঁধ নির্মাণ করছে চীন