Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৮, ৭ জুন ২০২৫

আপডেট: ২০:৪৯, ৭ জুন ২০২৫

কোরবানি দিতে গিয়ে আহত হয়ে দুই শতাধিক পঙ্গু হাসপাতালে

কোরবানি দিতে গিয়ে আহত হয়ে দুই শতাধিক পঙ্গু হাসপাতালে
ছবি: সংগৃহীত

কোরবানি দিতে গিয়ে আঘাত পেয়ে দুই শতাধিক মানুষ রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা নিয়েছেন। শনিবার (৭ জুন) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ২০১ জন আহত রোগী হাসপাতালে ভর্তি হন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

আহতদের মধ্যে বেশিরভাগই হাত ও আঙুল কাটার মতো দুর্ঘটনার শিকার হয়েছেন। এ ছাড়া গরুর লাথিতে পায়ে আঘাত পাওয়া রোগীর সংখ্যাও উল্লেখযোগ্য।

হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. অভিজিৎ চৌধুরী বলেন, বেশিরভাগ রোগীই হাত-পায়ে আঘাত নিয়ে এসেছেন। আমরা জরুরি বিভাগে সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছি।

আহতদের অধিকাংশই ছিলেন মৌসুমি কসাই। তবে নিজেদের গরু কোরবানি দিতে গিয়েও অনেক সাধারণ মানুষ আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ