দুর্ভোগে যাত্রীরা
ঘন কুয়াশায় সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধ
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে নৌপথ। এর ফলে নিরাপত্তার স্বার্থে রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের সব রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে। বিআইডব্লিউটিএ-এর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুয়াশা কেটে দৃশ্যমানতা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
গুরুত্বপূর্ণ তথ্যাবলি:
- চলাচল স্থগিত: সদরঘাট থেকে চাঁদপুর, বরিশাল, ভোলাসহ দক্ষিণাঞ্চলের সব রুট।
- নির্দেশনা: মাঝনদীতে থাকা নৌযানগুলোকে ‘অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ, ১৯৭৬’ অনুসরণ করে নিরাপদ স্থানে নোঙর করতে বলা হয়েছে।
- দুর্ঘটনা এড়াতে সতর্কতা: গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে ঘন কুয়াশার কারণে চাঁদপুরে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে ৪ জন নিহত হওয়ার ঘটনায় কর্তৃপক্ষ এবার কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয়।
- যাত্রী দুর্ভোগ: হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় সদরঘাটে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। বিশেষ করে বরিশাল ও পটুয়াখালীগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
বুড়িগঙ্গা নদীতেই খানিক দূরে কিছু দেখা যাচ্ছে না, বড় নদীগুলোতে কুয়াশা আরও বেশি। এ অবস্থায় লঞ্চ চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই জানমালের নিরাপত্তায় আমরা লঞ্চ চলাচল বন্ধ রেখেছি,বললেন মুহম্মদ মোবারক হোসেন, যুগ্ম পরিচালক, ঢাকা নদী বন্দর।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, দেশের উত্তর ও মধ্যাঞ্চলে আগামী কয়েক দিন কুয়াশার এ দাপট অব্যাহত থাকতে পারে। কুয়াশা কেটে গেলে সোমবার সকাল থেকে পর্যায়ক্রমে লঞ্চ চলাচল শুরু হতে পারে।
সবার দেশ/কেএম




























