‘জীবন বাজি রেখে লড়বো, দেশ সবার আগে’
বিএনপির মাসুদ সরে দাঁড়ানো থেকে ফিরে এসে যা বললেন
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন না করার ঘোষণা থেকে সরে এসে শুক্রবার (১৯ ডিসেম্বর) আবার নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। নিজ বাড়ির সামনে নেতাকর্মীদের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, দলের চেয়ে দেশ বড়। জীবন বাজি রেখে লড়বো। এ ঘোষণা দলের নেতৃত্ব এবং স্থানীয় সমর্থকদের মধ্যে আনন্দের সঞ্চার করেছে।
প্রথম ঘোষণা থেকে পিছু হটার কারণ
১৬ ডিসেম্বর মাসুদ পারিবারিক সমস্যা এবং পরিবেশ অনিরাপদ জেনে নির্বাচন না করার ঘোষণা দেন। এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এবং সারাদেশের জাতীয়তাবাদী কর্মীরা আঘাতপ্রাপ্ত হন। শুক্রবার তিনি সে ঘোষণার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে বলেন,
আপনারা জানেন আমি ১৬ ডিসেম্বর নির্বাচন না করার ঘোষণা দিয়েছিলাম। আমার ঘোষণায় নেতাকর্মী, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির নেতৃবৃন্দ ও সারাদেশের জাতীয়তাবাদী দল আঘাতপ্রাপ্ত হন। আমি সবার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি।
দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত মেনে চলবেন
মাসুদ ঘোষণায় বলেন, যে ভালোবাসা আপনারা দেখিয়েছেন আমি ঘোষণা দিচ্ছি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জাতীয়তাবাদী দল যে সিদ্ধান্ত দেবেন তার সাথে আমি একমত পোষণ করবো। জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেয়েছি আমি নির্বাচন করবো ইনশাআল্লাহ। তিনি স্থানীয় নেতাকর্মীদের সম্বোধন করে বলেন, এখন থেকে আপনারাই আমার পরিবার, আপনারাই আমাকে দেখে রাখবেন। আপনারাই আমার নিরাপত্তা, আর কোন শঙ্কা আমি মনে করিনা।
রাজনৈতিক প্রেক্ষাপট ও তাৎপর্য
মো. মাসুদুজ্জামান মাসুদ নারায়ণগঞ্জ-৫ আসনের (সদর দক্ষিণ) বিএনপির শক্তিশালী প্রার্থী। এ আসনে দলের দীর্ঘদিনের প্রভাব রয়েছে এবং মাসুদের মনোনয়ন ইতোমধ্যে ঘোষিত হয়েছে। তার প্রথম ঘোষণা দলের প্রার্থী তালিকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলো, কিন্তু দলীয় নেতৃত্বের হস্তক্ষেপ এবং স্থানীয় সমর্থনের জোরে তিনি পিছু হটেছেন। বিএনপি ইতোমধ্যে দুই ধাপে ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করেছে, যার মধ্যে নারায়ণগঞ্জ-৫ অন্তর্ভুক্ত।
মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ২৯ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি। মাসুদের এ ঘোষণা আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকাকে আরও মজবুত করেছে। তিনি বলেন, দলের চেয়ে দেশ বড়। আমার আগে আমরা, ক্ষমতার আগে জনতা, সবার আগে দেশ। এ বক্তব্য দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ যোগিয়েছে এবং নির্বাচনী প্রচারণায় নতুন গতি এনেছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মাসুদের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা আশা করছেন, এ আসনে ধানের শীষ প্রতীকে জয়ী হয়ে বিএনপির প্রভাব আরও শক্তিশালী করবেন মাসুদ।
সবার দেশ/কেএম




























