নতুন তথ্য দিলো র্যাব
হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী মো. কবিরকে গ্রেফতার করেছে র্যাব। ঘটনার কয়েক দিন আগে কবির ফয়সালের সঙ্গে বাংলামোটরে হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন বলে জানিয়েছে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী সোমবার রাতে গণমাধ্যমকে জানান, রোববার রাতের অভিযানে নারায়ণগঞ্জ থেকে কবিরকে গ্রেফতার করা হয়। তাকে সোমবার পল্টন থানা পুলিশের কাছে সোপর্দ করা হচ্ছে।
র্যাবের দেয়া তথ্যে জানা গেছে, কবিরের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার সদর থানার বড় বিঘাই গ্রামে। হত্যাচেষ্টার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের গ্রামের বাড়িও একই জেলায়। দুজনের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী জানান, গত ৫ ডিসেম্বর ফয়সাল করিমের সঙ্গে কবির বাংলামোটরে অবস্থিত ইনকিলাব কালচারাল সেন্টারে যান। শুরুতে কবির বিষয়টি অস্বীকার করলেও সিসিটিভি ফুটেজে তাকে সেখানে উপস্থিত থাকতে দেখা যায়। ফুটেজ দেখানোর পর কবির স্বীকার করেন, তিনি ও ফয়সাল ওই দিন প্রতিষ্ঠানটি দেখতে সেখানে গিয়েছিলেন।
এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে চারজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্ত কর্মকর্তারা।
র্যাব সূত্র জানায়, হাদির ওপর গুলিবর্ষণের সময় যে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছিলো, সেটির মালিক আব্দুল হান্নানকে প্রথমে আটক করে র্যাব। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হলে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়।
এরপর হত্যাচেষ্টার মামলায় সন্দেহভাজন হিসেবে ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, তার শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু এবং ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমাকে গ্রেফতার করে র্যাব।
এ ছাড়া হামলাকারীদের পালানোর পথ বন্ধ করতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। এরই মধ্যে শেরপুরের নালিতাবাড়ী এলাকা থেকে দুইজনকে গ্রেফতারের তথ্য দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে আলোচনায় আসা শরিফ ওসমান হাদি। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গণসংযোগের উদ্দেশ্যে বিজয়নগর এলাকায় গেলে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, চলন্ত রিকশায় থাকা হাদিকে একটি মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী খুব কাছ থেকে গুলি করে। গুলিটি সরাসরি হাদির মাথায় লাগে।
গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি অস্ত্রোপচারের পর রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা তার অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে জানিয়েছেন। সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।
সবার দেশ/কেএম




























