অল্প সময়েই নিয়ন্ত্রণে আগুন
রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ
রাজধানীর উত্তর বাড্ডায় প্রগতি সরণির কাছে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। রোববার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক সোয়া আটটার দিকে অছিম পরিবহনের একটি বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বাড্ডা থানার উপপরিদর্শক মো. গোলাম কিবরিয়া খান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটির আংশিক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে কে বা কারা আগুন দিয়েছে কিংবা কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।
ঘটনার পর ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
সবার দেশ/কেএম




























