ফেনীতে পিকআপ-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর হাফেজিয়া এলাকায় কাভার্ডভ্যান ও পিকআপের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা আহতদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
মহীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাভার্ড ভ্যানের ধাক্কায় পিকআপ ভ্যানটি উল্টে গেলে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
সবার দেশ/এমকেজে