Header Advertisement

Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩২, ১ মে ২০২৫

কুমিল্লার খাদি কাপড় পেলো জিআই সনদ

কুমিল্লার খাদি কাপড় পেলো জিআই সনদ
ছবি: সংগৃহীত

অবশেষে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের মর্যাদা পেলো কুমিল্লার শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী খাদি কাপড়। দেশি তাঁত ও হাতে তৈরি পোশাকশিল্পে কুমিল্লার এই ঐতিহ্যিক সম্পদ বহু বছর ধরে স্বীকৃতির অপেক্ষায় ছিলো। এখন সেটি পেয়েছে আইনগত সুরক্ষা ও আন্তর্জাতিক পরিচিতি।

বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতর আয়োজিত ‘বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫’-এর আলোচনা সভায় ২৪টি পণ্যের প্রতিনিধিদের হাতে জিআই সনদ হস্তান্তর করা হয়। কুমিল্লার খাদি কাপড় ছিল সে তালিকায় ৪০ নম্বর পণ্য হিসেবে।

শিল্প থেকে ব্র্যান্ডে উত্তরণ 

কুমিল্লার কান্দিরপাড় থেকে রাজগঞ্জ পর্যন্ত ছড়িয়ে থাকা প্রায় ৩০০ খাদির দোকান আজ আনন্দে উদ্বেল। কান্দিরপাড়ের ‘খাদি বসুন্ধরা’ দোকানের মালিক জয়নাল আবেদীন ভূঁইয়া বলেন, শত বছরের বেশি পুরোনো এ খাদিকে আগে থেকেই স্বীকৃতি দেওয়া উচিত ছিলো। আজকের এ অর্জন আমাদের জন্য গর্বের।

খাদি কাপড়ের বৈশিষ্ট্য হলো এটি হাতে তৈরি, পরিবেশবান্ধব ও শরীরবান্ধব। কুমিল্লার কারিগরদের নিখুঁত বুননে এ কাপড় কেবল পোশাক নয়, একটি সাংস্কৃতিক শিল্পে রূপ নিয়েছে।

কুমিল্লার ব্র্যান্ড স্বীকৃতির পথে

জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার বলেন, রসমালাইয়ের পর খাদি ও বিজয়পুরের মৃৎশিল্পের জিআই স্বীকৃতির জন্য আমরা ধারাবাহিকভাবে কাজ করেছি। আজকের স্বীকৃতি কুমিল্লার অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে।

জেলা প্রশাসনের প্রচেষ্টায় এর আগে কুমিল্লার রসমালাইও জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। কুমিল্লার ব্র্যান্ড পরিচয়ের তিনটি প্রধান উপাদানের মধ্যে দুটি এর মধ্যেই আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে।

২৪টি নতুন জিআই পণ্য

এবারের তালিকায় কুমিল্লার খাদিসহ যে ২৪টি পণ্য জিআই সনদ পেয়েছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: নরসিংদীর লটকন, ভোলার কাঁচাদই, সিলেটের মনিপুরি শাড়ি, মিরপুরের কাতান, ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী মিষ্টি, গোপালগঞ্জের ব্রোঞ্জ গহনা, কুমারখালীর বেডশিট, দিনাজপুরের বেদানা লিচু, মুন্সীগঞ্জের পাতক্ষীর, মধুপুরের আনারস, মাগুরার হাজরাপুরী লিচু, সিরাজগঞ্জের গামছা, ঢাকাই ফুটি কার্পাস তুলা, সুন্দরবনের মধু, শেরপুরের ছানার পায়েস, সিরাজগঞ্জের লুঙ্গি, গাজীপুরের কাঁঠাল, কিশোরগঞ্জের রাতাবোরো ধান, অষ্টগ্রামের পনির, বরিশালের আমড়া, নওগাঁর নাকফজলি আম, টাঙ্গাইলের মির্জাপুরের জামুর্কির সন্দেশ এবং ঢাকাই ফুটিকার্পাস তুলার বীজ ও গাছ।

এ পণ্যগুলো এখন আইনি সুরক্ষা, নকল প্রতিরোধ এবং আন্তর্জাতিক বাজারে দেশের নাম ছড়িয়ে দেয়ার সুযোগ পাবে।

অর্থনীতি, ঐতিহ্য ও আন্তর্জাতিকতা

জিআই সনদ পাওয়া মানে শুধু স্বীকৃতি নয়—এটি ওই পণ্যের ভৌগোলিক পরিচিতিকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তরের পথ। কুমিল্লার খাদির মতো একটি ঐতিহ্যিক শিল্প এখন শুধু অতীতের গৌরব নয়, ভবিষ্যতের সম্ভাবনার প্রতীক হয়ে উঠেছে।

নিবন্ধন সনদপ্রাপ্ত ২৪টি ভৌগোলিক নির্দেশক পণ্য (ব্রাকেটে সনদ নম্বর) হলো—

সবার দেশ/কেএম