Header Advertisement

Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৪, ১ মে ২০২৫

আপডেট: ১৪:৩৫, ১ মে ২০২৫

ফুটবলের দুই মহাতারকার স্বপ্নভঙ্গ, ভক্তদের হৃদয়ে হতাশার ছায়া

একই রাতে মেসি-রোনালদোর বিদায়  

একই রাতে মেসি-রোনালদোর বিদায়  
ছবি: সংগৃহীত

ফুটবল ইতিহাসের দুই জীবন্ত কিংবদন্তি—ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। বয়সের ভারে ক্লান্ত হলেও, জয় এবং গৌরবের তৃষ্ণা আজও প্রবল। কিন্তু ২০২৫ সালের ৩০ এপ্রিলের রাতটি হয়ে থাকল সে অধ্যায়, যেখানে ফুটবল বিশ্বের দুই পুরোধা খেলোয়াড়ের মহাদেশীয় স্বপ্ন একসঙ্গে গুঁড়িয়ে গেলো। ভিন্ন দুই মহাদেশে, ভিন্ন দুই ম্যাচে, কিন্তু ফলাফল এক—স্বপ্নভঙ্গ।

রোনালদোর বিদায় জেদ্দায়

বুধবার রাতে সৌদি আরবের জেদ্দায় এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে মাঠে নামে রোনালদোর ক্লাব আল নাসর। প্রতিপক্ষ ছিলো জাপানের কাওয়াসাকি ফ্রন্তেল। উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩–২ ব্যবধানে হেরে বিদায় নেয় আল নাসর।  

৯৫তম মিনিটে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে এককভাবে গোলের সামনে দাঁড়িয়ে যান রোনালদো। সামনে ছিলেন শুধু গোলরক্ষক, কিন্তু শটটি লক্ষ্যভ্রষ্ট হয়। এ ব্যর্থতার পর মাঠেই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন পর্তুগিজ তারকা। একবার আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস, যেন প্রতিউত্তরের অপেক্ষায় ছিলেন নিজেই।

এ হারের মধ্য দিয়ে রোনালদোর সৌদি অধ্যায় আরও একবার ট্রফিশূন্য রয়ে গেলো। আল নাসরের হয়ে এখনও পর্যন্ত কোনো বড় শিরোপা জিততে পারেননি তিনি। ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় রোনালদোর বার্তা ছিলো, ‘হতাশা আমাদের থামিয়ে দিতে পারে না’—এক নিরব লড়াইয়ের ঘোষণাস্বরূপ।

মেসির বিদায় মায়ামিতে

রোনালদোর ব্যর্থতা যেনো ফুটবল দুনিয়ার জন্য যথেষ্ট ছিলো না। রাতের শেষে, নতুন করে শুরু হলো মেসির হতাশার অধ্যায়। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৬টা ৩০ মিনিটে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালের ফিরতি লেগে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মুখোমুখি হয় মেসির ইন্টার মায়ামি।  

প্রথম লেগে ২–০ গোলে হারা মায়ামি দ্বিতীয় লেগেও ৩–১ গোলে পরাজিত হয়। দুই লেগ মিলিয়ে ৫–১ ব্যবধানে হোয়াইটক্যাপসের কাছে পরাজিত হয়ে বিদায় নেয় মেসির দল। ম্যাচের শুরুটা আশাব্যঞ্জক ছিলো। মাত্র ৯ মিনিটেই মেসির পাস থেকে সুয়ারেজের সহায়তায় গোল করেন জর্দি আলবা। কিন্তু এরপর প্রতিপক্ষের পাল্টা আক্রমণে ভেঙে পড়ে মায়ামির রক্ষণ।

পরিসংখ্যানভিত্তিক সংস্থা Opta Jack জানিয়েছে, লিওনেল মেসির ক্যারিয়ারে এবারই প্রথম কোনও দলের বিপক্ষে টানা দুই ম্যাচে হারের মুখ দেখলেন তিনি। দলটির নাম—ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস।

একই রাত, একই পরিণতি  

রোনালদো ও মেসি—দুই প্রতিভার পথচলা শুরু হয়েছিলো এক যুগে, আর এখন বয়সের প্রান্তে এসে তারা আবার একসঙ্গে অভিজ্ঞ হলেন ফুটবলের নির্মম পরিণতির। যারা রোনালদোর খেলা দেখে ঘুম ভেঙে মেসির খেলা দেখতে উঠেছিলেন, তাদের জন্য রাতটি শেষ হলো নীরব দীর্ঘশ্বাসে।

এ রাত কেবল দুটি ম্যাচের গল্প নয়, এটি যেন এক সময়ের অবসানের পূর্বাভাস। প্রশ্ন উঠছে—এটাই কি দুই মহাতারকার শেষ মহাদেশীয় অভিযান?

সবার দেশ/কেএম