দিনাজপুরে ধান ক্ষেতে নারীর অর্ধগলিত লাশ
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার জালগাঁও এলাকায় একটি ধানক্ষেতে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে বোচাগঞ্জ উপজেলার ৩ নম্বর মুর্শিদহাট ইউনিয়নের রেলঘুন্টি জালগাঁও গ্রামের একটি ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বোচাগঞ্জ থানায় খবর দেন।
স্থানীয়দের দাবি, এটি প্রায় ১২ দিন আগে নিখোঁজ হওয়া ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের বাসিন্দা মো. শহিদুল ইসলামের স্ত্রী মোছা. মরজিনা বেগমের লাশ হতে পারে।
লাশটির মুখমণ্ডল বিকৃত ও অর্ধগলিত থাকায় প্রাথমিকভাবে পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, মরজিনার কিছু আত্মীয়-স্বজন লাশ শনাক্তে এসেছেন, তবে অবস্থা এমন যে কেউ নিশ্চিত হতে পারছেন না। ফরেনসিক টিমকে ইতোমধ্যে জানানো হয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে।
পুলিশ জানায়, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তদন্তের স্বার্থে পুলিশ এখনও লাশটি ঘিরে ঘটনাস্থল সংরক্ষিত রেখেছে।
স্থানীয়দের মধ্যে এ মৃত্যু নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সবার দেশ/কেএম




























