কিশোরগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ পালিত হয়েছে। বক্তারা বলেন, সড়কে নিরাপত্তা ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ‘নিরাপদ সড়ক চাই’ শুধু একটি দাবির নাম নয়, এটি মানুষের বেঁচে থাকার অধিকার।
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা এখন দেশের অন্যতম বড় সামাজিক সমস্যা। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হলে চালক, যাত্রী ও পথচারী—সবারই সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা এবং গাড়ির ফিটনেস নিশ্চিত করলেই অনেক দুর্ঘটনা রোধ করা সম্ভব।
এ উপলক্ষে বুধবার সকাল ৯ টায় জেলা প্রশাসন ও বিএরটিএর আয়োজনে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি রেলী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফৌজিয়া খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আশরাদুল আহমেদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রূপা, বিআরটিএর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার, কিশোরগঞ্জ নিরাপদ সড়ক চাই এর জেলা সভাপতি মো. ফিরোজ, সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা চালকদের সড়কে চলাচলে সকল ধরণের আইন মেনে চলার নির্দেশ দেন।
সবার দেশ/কেএম




























