অর্থ পাচারের অভিযোগ দুদকের
বিএনপির প্রার্থী ড. জালালের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে চাঁদপুর-২ (মতলব) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ও তার পরিবারের চার সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
রোববার (২১ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।
দুদকের অনুসন্ধান দলের আবেদনের ওপর শুনানি শেষে আদালত ড. জালাল উদ্দিনসহ পাঁচজনের বিদেশ গমনে এ নিষেধাজ্ঞা জারি করেন। নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্য ব্যক্তিরা হলেন— শাহানাজ পারভিন, সাঈদ মোহাম্মদ রিজভী, সাঈদ মোহাম্মদ আলভী ও আয়েশা তাসীনিমা তানিভী।
দুদক সূত্রে জানা গেছে, ড. জালাল উদ্দিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনৈতিক উপায়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করে তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। বর্তমানে তার ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেন এবং মানিলন্ডারিং সংক্রান্ত গুরুতর অভিযোগের অনুসন্ধান চালাচ্ছে দুদক।
আদালতে দেয়া দুদকের আবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা বর্তমানে দেশত্যাগের চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তারা বিদেশে পালিয়ে গেলে চলমান অনুসন্ধান কার্যক্রম শুধু দীর্ঘায়িতই হবে না, বরং গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ নষ্ট হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এ কারণে জনস্বার্থে এবং সুষ্ঠু তদন্তের প্রয়োজনে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা একান্ত প্রয়োজন।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে জানান, ড. জালাল উদ্দিন এ অভিযোগের প্রধান ব্যক্তি। তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে। আদালতের এ আদেশের ফলে তদন্ত প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে আশা করছে কমিশন।
সবার দেশ/কেএম




























