Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৯, ২৫ এপ্রিল ২০২৫

আইনি নোটিশ প্রদান

ডা. তাসনিম জারার বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ

ডা. তাসনিম জারার বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতা ছড়ানোর অভিযোগে আইনি নোটিশ পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এ নোটিশ পাঠান।

নোটিশে ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকিসহ সব অনলাইন প্ল্যাটফর্মে অশ্লীল ও পর্নোগ্রাফিক ভিডিও, বিজ্ঞাপন এবং প্রচারণা বন্ধে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে, ডা. জাহাঙ্গীর কবির ও ডা. তাসনিম জারা সোশ্যাল মিডিয়ায় চিকিৎসা পরামর্শের আড়ালে যৌন উত্তেজক ওষুধ বিক্রির প্রচারণা চালাচ্ছেন। এ ধরনের ভিডিও ও ছবি সমাজে অশ্লীলতা ছড়িয়ে সামাজিক এবং পারিবারিক মূল্যবোধ নষ্ট করছে।

নোটিশে আরও বলা হয়, বাংলাদেশের নামী সেলিব্রেটি, শোবিজ মডেল ও তারকারা তাদের ফেসবুক পেজ ও অ্যাকাউন্টে অর্থের বিনিময়ে অশ্লীল ভিডিও ও বিজ্ঞাপন প্রচার করছেন। অনেক চিকিৎসক ভিউ বাড়ানোর জন্য অশ্লীল বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে আকৃষ্ট করছেন।

নোটিশে জানানো হয়েছে, অবিলম্বে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া হলে ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করে যথাযথ পদক্ষেপ নেবে।

এক্স প্ল্যাটফর্মে এ নোটিশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে ব্যবস্থাকে সমর্থন করলেও ডা. তাসনিম জারার বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ডা. তাসনিম জারার কনটেন্ট চিকিৎসাবিজ্ঞানসম্মত। তার বিরুদ্ধে অভিযোগ অযৌক্তিক। তবে অন্যরা মনে করেন, সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ প্রয়োজন।

উল্লেখ্য, ডা. তাসনিম জারা একজন চিকিৎসক এবং সোশ্যাল মিডিয়ায় স্বাস্থ্যসচেতনতামূলক কনটেন্ট প্রকাশের জন্য পরিচিত। তবে সম্প্রতি তার কিছু ভিডিও এবং বিজ্ঞাপন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ডা. জাহাঙ্গীর কবিরও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ওষুধ ও পণ্যের প্রচারণার জন্য সমালোচিত হয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নির্বাচন না হলে যাদের লাভ, হাদির ঘাতক সেখানেই: তারেক রহমান
নতুন গ্যাস কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট
সিইসির বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি
ইতিহাসের নতুন উচ্চতায় স্বর্ণ, ভরিতে দাম ছাড়াল ২ লাখ ১৭ হাজার টাকা
বেনাপোলে ১৭ লক্ষ টাকাসহ দুই ভারতীয় নারী আটক
গরুর সঙ্গে শত্রুতা, গোয়ালঘরে দুটি জবাই
চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ ও বেদনার মহাকাব্যিক দিন: তারেক রহমান
বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে ‘সেভেন সিস্টার্স’ আলাদা করে দেবো: হাসনাত আবদুল্লাহ
সিঙ্গাপুরে পৌঁছাল হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের মৃত্যু
কমছে মোবাইল ফোনের দাম
আনিস আলমগীর গ্রেফতার, তোলা হবে আদালতে