Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৪, ১৫ ডিসেম্বর ২০২৫

এভারকেয়ারে চিকিৎসাধীন 

খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল

খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল
ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েক দিনের তুলনায় বর্তমানে কিছুটা স্থিতিশীল রয়েছে। তবে চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থায় উল্লেখযোগ্য কোনও উন্নতি বা অবনতি এখনও হয়নি এবং শারীরিক জটিলতার গতিপ্রকৃতি অত্যন্ত অপ্রত্যাশিত রয়ে গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সর্বোচ্চ সতর্কতায় তার চিকিৎসা চলছে। কয়েক দিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেয়া হয়। ফুসফুসসহ শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গকে প্রয়োজনীয় বিশ্রাম দেয়ার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শাহাব উদ্দিন তালুকদার।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে খালেদা জিয়া স্বাস্থ্যগতভাবে সর্বোচ্চ পর্যায়ের ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। এ পরিস্থিতিতে যে ধরনের চিকিৎসা প্রয়োজন, তার সবই তাকে দেয়া হচ্ছে। চিকিৎসায় আশানুরূপ অগ্রগতি না হলেও ইতিবাচক দিক হলো, ধীরগতিতে হলেও তার শরীর চলমান চিকিৎসা গ্রহণ করতে পারছে।

মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, দেশি-বিদেশি মাল্টি ডিসিপ্লিনারি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বোর্ড প্রতিদিন তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সমন্বয় করা হচ্ছে। বোর্ডের তথ্যমতে, গত ২৭ নভেম্বর তার একিউট প্যানক্রিয়েটাইটিস শনাক্ত হয়, যার নিবিড় চিকিৎসা এখনও চলমান। এ ছাড়া শরীরে গুরুতর ব্যাকটেরিয়াল ও ফাঙ্গাল সংক্রমণ থাকায় তাকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল ওষুধ দেয়া হচ্ছে।

চিকিৎসকরা জানান, কিডনির কার্যক্ষমতা ব্যাহত হওয়ায় তাকে ডায়ালাইসিসে নেয়া হয়েছে এবং এখনও নিয়মিত ডায়ালাইসিস দিতে হচ্ছে। খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্রবধূ, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান হাসপাতালে উপস্থিত থেকে তার চিকিৎসা কার্যক্রমের সার্বিক সমন্বয় করছেন।

মেডিকেল বোর্ড ও পরিবারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে আবারও দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।

৮০ বছর বয়সি বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল ও দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন। সম্প্রতি গুলশানের বাসভবন ফিরোজায় অবস্থানকালে তার শ্বাসকষ্ট, কাশি, জ্বর ও শারীরিক দুর্বলতা দেখা দেয়। পরবর্তীতে শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হলে গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ
আনিস আলমগীরকে ছেড়ে দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও-কঠোর হুঁশিয়ারি জুলাই ঐক্যের
হাদির কিছু হলে সেদিনই সরকারের শেষদিন হবে-কঠোর হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল
জকসু নির্বাচনে ভিপি পদসহ ৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
তফসিল ঘোষণার পর লালমনিরহাট জুড়ে উৎসবের আমেজ
নোয়াখালীতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
ফুলে ভরেছে যশোরের গদখালী, চাষিদের মুখে ফের হাসি
ভারতীয় আগ্রাসন ও আওয়ামী ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে সোমবার রাজধানীতে সর্বদলীয় প্রতিরোধের ডাক
হাদির হামলাকারীদের আশ্রয় দিলে ঢাকায় ভারতীয় দূতাবাস বন্ধ: হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
প্রধান উপদেষ্টাকে ফোন করে জাতিসংঘ মহাসচিবের শোক
বেনাপোল রেলপথে পণ্য আমদানিতে ধস
সিঙ্গাপুরে নেয়া হচ্ছে হাদিকে, প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স