Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২০, ১৬ ডিসেম্বর ২০২৫

ভরিতে দাম ছাড়াল ২ লাখ ১৭ হাজার টাকা

ইতিহাসের নতুন উচ্চতায় স্বর্ণ

ইতিহাসের নতুন উচ্চতায় স্বর্ণ
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বাড়ানো হলো স্বর্ণের দাম। নতুন করে প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা বাড়ানোয় ভালো মানের স্বর্ণের দাম উঠে গেছে দুই লাখ ১৭ হাজার টাকার ঘরে। ফলে স্বর্ণের বাজারে তৈরি হয়েছে নতুন রেকর্ড।

সোমবার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দর ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ঘোষিত এই মূল্য মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৭ হাজার ২১১ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা।

বাজুস জানায়, ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরির হার কমবেশি হতে পারে।

এর আগে সবশেষ গত ১১ ডিসেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিলো বাজুস। সেদিন প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিলো ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা, যা কার্যকর হয় ১২ ডিসেম্বর থেকে। সে সময় ২১ ক্যারেটের প্রতি ভরি ছিলো ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিলো ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা।

স্বর্ণের পাশাপাশি বাড়ানো হয়েছে রুপার দামও। ওই দিনই প্রতি ভরিতে ৩২৬ টাকা বাড়ানো হয় রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৫৭২ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বেচাকেনা হচ্ছে ২ হাজার ৭৯৯ টাকায়।

বাজুসের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত মোট ১০ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৭ বার দাম বেড়েছে এবং মাত্র ৩ বার কমেছে। অপরদিকে গত বছর রুপার দাম সমন্বয় করা হয়েছিল মোট তিনবার।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনের নতুন ‘টাইপ ৯৯বি’ ট্যাঙ্ক ভারত সীমান্তে!
শহীদ মিনার থেকে ফ্যাসিবাদ প্রতিরোধে ঐক্যের ডাক
আইএল টি-টুয়েন্টি লিগে তাসকিনের শারজাহ;র জয়
তাসনিয়া ফারিণের ‘শীত বিলাস’ দাবি! নেটদুনিয়ায় ঝড়
আজ মহান বিজয় দিবস
হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে আগুন
নির্বাচন না হলে যাদের লাভ, হাদির ঘাতক সেখানেই: তারেক রহমান
নতুন গ্যাস কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট
সিইসির বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি
ইতিহাসের নতুন উচ্চতায় স্বর্ণ, ভরিতে দাম ছাড়াল ২ লাখ ১৭ হাজার টাকা
বেনাপোলে ১৭ লক্ষ টাকাসহ দুই ভারতীয় নারী আটক
গরুর সঙ্গে শত্রুতা, গোয়ালঘরে দুটি জবাই
চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন