কঠোর হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
‘হাদির কিছু হলে সেদিনই সরকারের শেষদিন হবে’
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কোনো ক্ষতি হলে সেদিনই অন্তর্বর্তী সরকারের শেষদিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। রোববার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত ইনকিলাব মঞ্চের এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল জাবের বলেন, হামলার ঘটনায় সরকারকে ৪৮ ঘণ্টার সময় দেয়া হয়েছিলো। কিন্তু এ সময়ের মধ্যে ওসমান হাদিকে গুলি করা হামলাকারীদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি বলেন, আল্লাহ না করুক—যদি ওসমান হাদির কোনও ক্ষতি হয় কিংবা তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তাহলে সে দিনই এ অন্তর্বর্তী সরকারের শেষ দিন হিসেবে চিহ্নিত হবে।
তিনি আরও বলেন, সরকার যেনো মনে না করে ইনকিলাব মঞ্চ চুপ থাকায় বিষয়টি দুর্বল হয়ে গেছে। ওসমান হাদি একা নন, আজ বাংলাদেশের ১৮ কোটি মানুষ ওসমান হাদি হয়ে দাঁড়িয়েছে। দেশের মানুষ এখন বলছে—আমরাই ওসমান হাদি। রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখতে হলে হামলার পেছনে যারা জড়িত, তাদের দ্রুত গ্রেফতার করতে হবে বলে তিনি দাবি জানান।
আব্দুল্লাহ আল জাবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার কড়া সমালোচনা করে বলেন, হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং নির্দিষ্ট কিছু মামলায় অভিযুক্তদের বিষয়ে সরকার যদি শিথিলতা দেখায়, তাহলে ইনকিলাব মঞ্চ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। প্রয়োজনে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণাও দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আইনজীবীদের একাংশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। আব্দুল্লাহ আল জাবের বলেন, অস্ত্র মামলায় অস্ত্রসহ গ্রেফতার হওয়া একজন ব্যক্তিকে যেভাবে জামিন দেয়া হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। তার অভিযোগ, কিছু আইনজীবী অর্থের বিনিময়ে মানবতা ও রাষ্ট্রীয় মূল্যবোধ বিক্রি করে দিচ্ছেন, যা জাতির জন্য লজ্জাজনক।
গণমাধ্যমের প্রতিও সতর্ক বার্তা দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব। তিনি বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিনষ্ট করতে চায়, গণমাধ্যমে তাদের বারবার তুলে ধরা হচ্ছে। টকশোতে এমন ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হচ্ছে, যারা হাসপাতালে শয্যাশায়ী একজন মানুষকে নিয়ে উল্লাস প্রকাশ করে। তিনি বলেন, মানবাধিকার মানুষের জন্য, পশুর জন্য নয়। দেশের মানুষ এ ধরনের ব্যক্তিদের বক্তব্য জানতে চায় না। তাই গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলন শেষে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে হাদির দ্রুত আরোগ্য কামনা এবং হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি পুনর্ব্যক্ত করা হয়।
সবার দেশ/কেএম




























