দেশে ফেরার আগে শেষবার যুক্তরাজ্য বিএনপির সঙ্গে বৈঠক
লন্ডনে তারেক রহমানের বিদায়ী সভা আগামীকাল
দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার আগে লন্ডনে বিদায়ী সভায় বক্তব্য দিতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনের ঐতিহাসিক দ্য সিটি প্যাভিলিয়ন হলে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান। যুক্তরাজ্য বিএনপি সূত্র জানায়, প্রায় ১৭ বছর লন্ডনে অবস্থানকালে এটি হবে যুক্তরাজ্য বিএনপির সঙ্গে তার সর্বশেষ ও বিদায়ী সভা। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আবেগ বিরাজ করছে।
সভায় যুক্তরাজ্য বিএনপি ও প্রবাসী কমিউনিটির নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেয়ার কথা রয়েছে তারেক রহমানের। দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাসকালে দল পরিচালনা ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্তরাজ্য বিএনপির ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক করণীয় নিয়েও তিনি বক্তব্য রাখতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে প্যারোলে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনে যান তারেক রহমান। তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় তিনি আর দেশে ফিরতে পারেননি। এরপর থেকে প্রায় ১৭ বছর তিনি লন্ডনে নির্বাসিত জীবন কাটান।
আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার সিদ্ধান্তের কথা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থানের কারণে তারেক রহমান যুক্তরাজ্য বিএনপির রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও নিয়মিত অংশ নিয়েছেন।
প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনের খবরে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা যেমন আনন্দিত, তেমনি আবেগাপ্লুতও। তবুও দেশের বৃহত্তর স্বার্থে তাকে বিদায় জানাতে প্রস্তুত তারা। নেতাকর্মীদের মতে, তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু বিএনপির জন্য নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।
গত ১৭ বছর লন্ডনে থেকেই দল পরিচালনা করেছেন তারেক রহমান। এ সময়ে যুক্তরাজ্য বিএনপি কার্যত তার রাজনৈতিক ভ্যানগার্ড হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেন দলীয় নেতারা। তাদের বিশ্বাস, দেশে ফিরে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও শক্তিশালী হবে।
এ বাস্তবতায়, প্রিয় নেতাকে ঐতিহাসিক বিদায় জানাতে আগামীকালের সভাকে স্মরণীয় করে রাখতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে যুক্তরাজ্য বিএনপি।
সবার দেশ/কেএম




























